প্রেস বিজ্ঞপ্তিঃ শাহীন আপা (জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সাবেক অধ্যাপক ও বিশিষ্ট অনুবাদক অধ্যাপক শাহীন মাহবুবা কবীর) মুগ্ধ হোয়ে ছিলেন শীরঃনামের কোর্সটার গল্প শুনে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কোর্সটা শুরু করতে সহযোগিতারও কথা দিয়েছিলেন। বিশেষ করে সময়ের গুরুত্ব জীবনের লক্ষ্য নির্ধারণ, শিক্ষার গুরুত্ব অনুধাবন, মা-বাবা-শিক্ষকের সংগা ইত্যাদি বিষয়গুলোর উপর আলোচনা তাঁকে দারুণভাবে ছুঁয়ে ছিলো!
বৃহস্পতিবার ৭৩ বছর বয়সে দীর্ঘদিন ক্যান্সারে ভুগে ঢাকার নিজ বাসায় মৃত্যুবরণ করেন তিনি। অধ্যাপক শাহীন মাহবুবা কবীর জাতীয় অধ্যাপক কবীর চৌধুরী ও শিক্ষাবিদ মেহের কবীরের বড় মেয়ে।
তার মৃত্যুতে জাবি এলামনাই এসোসিয়েশন যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ আবু তোহা এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেছেন।

