যশোর জেলা ক্রীড়া অফিস আয়োজিত অনূরধ-১৬ বালক- বালিকা এ্যাথলেটিকস প্রতিযোগিতা গত কাল উপশহর মাঠে অনুষ্ঠিত হল।জেলার ২৪ জন বালিকা,৩২ জন বালক এ প্রতিযোগিতায় অংশ নেয়।মিরাজ হোসেন ও সুরাইয়া খাতুন দ্রুততম মানব,মানবী হয়।মোট ১৬ টি ইভেন্টে প্রতিযোগিরা অংশ গ্রহন করে।বাঘারপাড়ার প্রতিযোগিদের প্রাধান্য বেশী ছিল।তারা দলীয় চ্যাম্পিয়ান হয়
খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্হিত থেকে বিজয়ী ও বিজিত দের মাঝে পুরস্কার বিতরন করেন যশোর জেলা ক্রীড়া সংস্হার সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্বা ইয়াকুব কবির।জেলা ক্রীড়া অফিসার খালিদ জাহাঙ্গিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাপনি অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপশহর কলেজের অধ্যক্ষ পরিতোষ কুমার বিশ্বাস।

