শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

অপরাধ দমনে খুলনা বিভাগের যশোর জেলা শ্রেষ্ঠ

আরো খবর

 

নিজস্ব প্রতিবেদক:
তদন্ত ও অপরাধ দমন কর্মকা- পর্যালোচনায় নভেম্বরে খুলনা রেঞ্জের শ্রেষ্ঠত্ব অর্জন করেছে যশোর জেলা পুলিশ। রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার হয়েছেন যশোরের পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার। শুধুই তাই নয়, বিভাগের শ্রেষ্ঠ সার্কেল অফিসার হয়েছেন ‘নাভারণ সার্কেল, ও শ্রেষ্ঠ থানা হিসেবে শার্শা থানাকে পুরস্কৃত করা হয়েছে।
মঙ্গলবার খুলনা রেঞ্জের নভেম্বর মাসের অপরাধ পর্যালোচনা সভায় এ ঘোষনা দেয়া হয়। পরে খুলনা রেঞ্জ ডিআইজি মঈনুল হক বিপিএম (বার) সেরাদের হাতে পুরস্কার তুলে দেন। এছাড়া ডিআইজি খুলনা রেঞ্জ নভেম্বর, ২০২২ মাসের বিশেষ ক্যাটাগরিতে ভালো কাজের স্বীকৃতিস্বরূপ খুলনার সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের এসআই(নিঃ) লিপন সরকার, চুয়াডাঙ্গার সাইবার ক্রাইমের মোহাম্মদ শিহাব উদ্দিনকে পুরস্কৃত করা হয়। সভায় অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) মোঃ ইকবাল, অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) নিজামুল হক মোল্যা, অতিরিক্ত ডিআইজি নওরোজ হাসান তালুকদার সহ বিভাগের সকল পুলিশসুপার ও খুলনা রেঞ্জ পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।#

আরো পড়ুন

সর্বশেষ