শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

অপহরণের পর মুক্তিপণ দাবি, উপজেলা চেয়ারম্যানের সাবেক পিএস আটক

আরো খবর

মণিরামপুর পৌর প্রতিনিধি:যশোরের মনিরামপুরে এক ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মীকে অপহরণের পর পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় মঙ্গলবার দিবাগত রাত তিনটার দিকে মনিরামপুর পৌরশহরের গরুহাট এলাকার একটি বাসা থেকে অপহৃত কর্মী সাজিদ হাসানকে উদ্ধার করে পুলিশ। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে উপজেলা চেয়ারম্যান নাজমা খানমের সাবেক ব্যক্তিগত সহকারী (পিএস) আশিকুর রহমান খানকে আটক করা হয়েছে।
আশিকুর রহমান খানের বাড়ি উপজেলার চালুয়াহাটি ইউনিয়নের ত্রিপুরাপুর গ্রামে।
ঠিকাদার প্রতিষ্ঠান মেসার্স অর্থ প্রাইভেট লিমিটেডের পরিচালক কাজল বিশ্বাস জানান, তিনি সম্প্রতি মনিরামপুর, বাঘারপাড়া ও ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আউটসোর্সিংয়ের মাধ্যমে ৩৩ জন স্বাস্থ্যকর্মী নিয়োগের প্রকল্প পান। এর মধ্যে নিয়োগ কার্যক্রম সম্পন্ন হয়েছে। সে মোতাবেক সোমবার ঢাকা থেকে বিশেষ কাজে প্রতিষ্ঠানের কর্মী সাজিদ হোসেনকে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তন্ময় বিশ্বাসের কাছে পাঠানো হয়। মঙ্গলবার বিকেলে মনিরামপুর পৌরশহরের দোলখোলা মোড়ে পৌঁছলে তিন যুবক অস্ত্র ঠেকিয়ে তাকে অপহরণ করে।
রাত ১০টার পর উপজেলা চেয়ারম্যান ও যশোর জেলা যুব মহিলা লীগের সহ-সভাপতি নাজমা খানমের সাবেক পিএস আশিকুর রহমান তার মোবাইল ফোনে কল দিয়ে মুক্তিপণ হিসেবে পাঁচ লাখ টাকা দাবি করেন। বিষয়টি তিনি জরুরি সেবা ৯৯৯-এ কল করে জানান। পরে মনিরামপুর থানা-পুলিশ অভিযান চালিয়ে সাজিদ হাসানকে উদ্ধার করে। এ সময় পুলিশ আশিকুর রহমানকে আটক করে।
উপজেলা চেয়ারম্যান নাজমা খানম জানান, তিনি গত জুলাই মাসে আশিককে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।
মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মনিরুজ্জামান জানান, এ ঘটনায় সাজিদ হাসান বাদি হয়ে মামলা করেন। মামলায় আশিকের নাম উল্লেখ করা হয়েছে।

আরো পড়ুন

সর্বশেষ