শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

অফিস স্টাফদের ডোপ টেস্ট বাধ্যতামুলক করা হবে- সাতক্ষীরায় জেলা প্রশাসক

আরো খবর

 সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় মাদকদ্রব্য অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবসের অলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোস্তাক আহমেদ  মাদকের বিরুদ্ধেও যুদ্ধের আহবান জানিয়েছেন।

তিনি বলেন, মাদক আমাদের শরীর নয়, পরিবার, সমাজ সর্বোপরি একটা দেশ ও জাতিকে ধ্বংস করে দেয়। জেলার সরকারি বেসরকারি প্রতিটি অফিসের স্টাফদের ডোপ টেস্ট বাধ্যতামূলক করা হবে। এছাড়া প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে মাদকবিরোধী কমিটি গঠন বাধ্যতামূলক করা হবে। মাদক পাচারকারী, সেবনকারী ও বিক্রেতাকে কঠোর শাস্তি প্রদান করা হবে।
মাদকমুক্ত সমাজ ও দেশ গড়তে হলে এখনই তাদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। তাহলে আমরা একটা মাদকমুক্ত সুস্থ সমাজ পাবো।
বৃহস্পতিবার (২৬ জুন) সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মাদকদব্র্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিচালক মিজানুর রহমান শরীফ।
সাতক্ষীরা জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো.রিয়াজুল ইসলামের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম, সিভিল সার্জন ডা. মো. আব্দুস সালাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস, ৩৩ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মাসুম, প্রফেসর মোজাম্মেল হক, সাতক্ষীরা সরকারি কলেজ বিএনসিসির ক্যাডেট জাহিদ হাসান, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী সেমন্তী জামান খান, আলিয়া মাদ্রাসার ছাত্র মো.জাহিদ হাসান প্রমুখ।
সভায় আরও উপস্থিত ছিলেন, জেলা ক্রীড়া অফিসার মাহবুবুর রহমান, র‍্যাবের সাতক্ষীরা ক্যাম্পের ডিএডি নাসিরউদ্দীন প্রমুখ।
এর আগে মাদকদ্রব্য অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

আরো পড়ুন

সর্বশেষ