নিজস্বপ্রতিবেদক : যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার এমপি বলেছেন, বিএনপি নেতা আলাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে অত্যন্ত কুরুচিপূর্ণ কটূক্তি করেছেন। এটি কোনোভাবেই মেনে নেয়া যায় না। অবিলম্বে তাকে গ্রেফতার ও শাস্তি দিতে হবে। এই দেশটাকে ধ্বংস করার ষড়যন্ত্র ও চক্রান্ত করছে জামায়াত-বিএনপি। সেই ষড়যন্ত্র ও চক্রান্তকারীদের একজন এই আলাল। আলালরা শান্তিপূর্ণ বঙ্গবন্ধুর দেশে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করতে চায়। সেই সুযোগ তাদের দেয়া হবে না। শেখ হাসিনার নির্দেশনা পেলেই যশোর থেকেই প্রথম নৈরাজ্যকারীদের বিষদাঁত ভেঙ্গে দেয়া হবে।’
রোববার বিকালে শহরের দড়াটানা ভৈরব চত্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তির প্রতিবাদে সদর উপজেলা ও পৌর আওয়ামী লীগ আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহিত কুমার নাথের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে শাহীন চাকলাদার এমপি আরো বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশে কোনো সাম্প্রদায়িক, সন্ত্রাসী শক্তির জায়গা হবে না। শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক দেশ গড়ে তোলা হয়েছে। বিএনপি-জামায়াত অপশক্তি দেশের উন্নয়ন অর্জন নষ্ট করতেই আবার ষড়যন্ত্র শুরু করেছে। ঐক্যবদ্ধভাবে সকল ষড়যন্ত্র রুখে দেয়া হবে।
পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মাহমুদ হাসান বিপুর পরিচালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন যশোর পৌরসভার সাবেক মেয়র জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু, পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদ, সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সুলতান মাহমুদ বিপুল, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও জেলা যুবলীগনেতা শফিকুল ইসলাম জুয়েল, জেলা ছাত্রলীগের সভাপতি সালাউদ্দিন কবির পিয়াস প্রমুখ।#

