রবিবার, ১৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৯শে রজব, ১৪৪৭ হিজরি

অভয়নগরে অস্ত্র মাদকসহ ৩ আসামি গ্রেপ্তার 

আরো খবর

অভয়নগর(যশোর) প্রতিনিধি
যশোরের অভয়নগরে ধারালো অস্ত্র এবং মাদকসহ তিন আসামীকে আটক করেছে যৌথ বাহিনী। শুক্রবার ভোর রাতে উপজেলার বউবাজার ও গুয়াখোলা গ্রামে পৃথক অভিযানে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা  হলেন, উপজেলার বউবাজার এলাকার মৃত ইব্রাহিম বিশ্বাস এর ছেলে রুহুল আমিন বিশ্বাস(৪৩), মৃত মো. আলীর ছেলে সেন্টু আহমেদ(৫২) এবং বুইকরা গ্রামের মৃত আলিফ আলী বিশ্বাসের ছেলে মো. আব্দুর রশিদ বিশ্বাস (৪৮)।আটককৃতদের জেল হাজতে  প্রেরণের প্রস্তুতি চলছে।
জানাযায়,  অভয়নগর ক্যাম্পের এফ আই ইউ (গোয়েন্দা)  দ্বারা প্রদত্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে   উপজেলার বউবাজার এলাকার  শীর্ষ মাদক ব্যবসায়ী রুহুল আমিন বিশ্বাস ও সেন্টু আহমেদ  নামের দুইজন মাদক ব্যবসায়ী মাদক সরবরাহের কাজে লিপ্ত রয়েছে। এরই সূত্র ধরে শুক্রবার ভোর রাতে  ক্যাপ্টেন সাফিনের নেতৃত্বে অভয়নগর আর্মি ক্যাম্প কর্তৃক উক্ত এলাকাসমূহে মাদক অভিযান পরিচালনা করা হয়।অভিযানে মাদক এবং ধারালো অস্ত্রসহ রুহুল আমিন বিশ্বাস ও সেন্টু আহমেদ নামে দুইজনকে আটক করা হয়।
এছাড়াও তাদের প্রদানকৃত তথ্যের ভিত্তিতে উপজেলার  গুয়াখোলায় অবস্থানরত মোঃ আব্দুর রশিদ বিশ্বাস নামে একজন ইয়াবা ব্যবসায়ীকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে দেশী ধারালো  ১৯ টি অস্ত্র , চাইনিজ কুড়াল ৩ টি, ইয়াবা ৪১৮ পিস, গাজা ১৫০ গ্রাম, দেশী মদ ১০ লিটার, নগদ  ৭৫০০টাকা, টানা মোটরসাইকেল  ১ টি (১৫০ সি সি) এবং  মোবাইল ৩ টি জব্দ করা হয়। আটককৃত ব্যক্তি এবং জব্দকৃত মালামাল অভয়নগর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরো পড়ুন

সর্বশেষ