শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

অভয়নগরে আইনশৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

আরো খবর

অভয়নগর প্রতিনিধি:যশোরের অভয়নগরে আইনশৃংখলা কমিটির মাসিক সভা উপজেলা নির্বাহী কর্মকর্তা মেজবাহ উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে  বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদর সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন,উপজলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শাহ্ ফরিদ জাহাঙ্গীর।
এসময় বক্তব্য রাখেন,সহকারী কমিশনার (ভূমি) থান্দার কামরুজ্জামান, অভয়নগর থানার ওসি (চলতি দায়িত্ব) মিলন কুমার মন্ডল, ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান তারু, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক,যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ তাজ,নওয়াপাড়া পল্লী বিদ্যুতর ডিজিএম আব্দুল্লাহ আল মামুন,ইউপি চেয়ারম্যান অ্যাড.নাসির উদ্দিন,বিকাশ রায় কপিল,মফিজ উদ্দিন,জহুরুল হক,শেখ আবুল কাশেম, উপজলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রতিনিধি ডা.আলিমুর রাজিব, নওয়াপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার টিটব শিকদার প্রমুখ। সভায় মাদক জুয়া ও সন্ত্রাসী কর্মকান্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে অব্যাহত অভিযান ও গ্রেফপ্তারপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।
এছাড়া যশোর-খুলনা মহাসড়কের নূরবাগ বাসস্ট্যান্ড এলাকা যানজট ও অবৈধ দখলদার মুক্ত করা,নওয়াপাড়া নদীবন্দর এলাকায় ভৈরব নদীর নব্যতা ফিরিয়ে আনতে যথাযথ খনন কাজ অব্যাহত রাখাসহ চুরি, ছিনতাই রোধে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।

আরো পড়ুন

সর্বশেষ