অভয়নগর প্রতিনিধি:দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোর- ৪ নির্বাচনী এলাকা অভয়নগর, বাঘারপাড়া,বসুন্দিয়া অঞ্চলের মানুষের মাঝে ব্যাপক গণসংযোগ ও পথ সভা করে যাচ্ছেন আওয়ামী লীগের যশোর ৪ আসনের মনোনয়ন প্রত্যাশি যশোর জেলা আ’লীগের সদস্য ইন্জিনিয়ার আরশাদ পারভেজ। এ আসনের মানুষের কাছে সরকারের উন্নয়ন মুলক কর্মকান্ডের চিত্র ও বিষয়গুলো জনগনের নিকট তুলে ধরে প্রত্যন্ত অঞ্চলে যেয়ে সভা-সমাবেশ, গন সংযোগ, পথ সভার পাশাপাশি লিফলেট বিতরণ করে চলেছেন প্রতিনিয়ত।
এরই ধারাবাহিকতায় ২৯সেপ্টেম্বর শুক্রবার বিকালে নওয়াপাড়া পৌরসভার বিপরীতে নতুন রাজনৈতিক অফিসের উদ্বোধন করেন তরুণ প্রজন্মের নেতা, আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশি জেলা আ’লীগের সদস্য ইন্জিনিয়ার আরশাদ পারভেজ।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিক ভাবে অনাড়ম্বর অনুষ্ঠানের উদ্বোধন করেন নওয়াপাড়া পীর কেবলা আলহাজ্ব শাহ রফিকুজ্জামান।
উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ ফরিদ জাহাঙ্গীরের সভাপতিত্বে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক সরদার অলিয়ার রহমান।
এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য আব্দুর রউফ মোল্লা, উপজেলা আ’লীগের প্রচার সম্পাদক শাহ মুকিত জিলানী,ভাইস চেয়ারম্যান আক্তারুজ্জামান তারু, আওয়ামী লীগ নেতা মাসুদুর রহমান টিটো, নওয়াপাড়া পৌর সভার প্যানেল মেয়র আলহাজ্জ মো.মিজানুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আসলাম হোসেন বিশ্বাস, সাধারণ সম্পাদক মো.সফি কামাল,উপজেলা ছাত্রলীগের আহবায়ক শাহ খালিদ মামুন সহ উপজেলা আওয়ামী লীগ, কৃষক লীগ,মৎস্য জীবি লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন তাঁতী লীগের সভাপতি ফারাজি জিয়াউর রহমান।