অভয়নগর প্রতিনিধি:যশোরের অভয়নগরে মসজিদের ইমাম খতিব মাদ্রাসা শিক্ষক ও আলেম ওলামাদের সাথে নিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা, সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূল ও সামাজিক সমস্যা নিরসন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে উপজেলা মোড় সংলগ্ন ইসলামিক ফাউন্ডেশনের হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অভয়নগর বাঘারপাড়া ও বসুন্দিয়া নির্বাচনী এলাকার নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ- সম্পাদক ও জেলা আওয়ামী লীগের সদস্য ইঞ্জিনিয়ার আরশাদ পারভেজের সহযোগিতায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার আরশাদ পারভেজের সহধর্মিনী দিলরুবা পারভেজ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আকিজ সিটির এডভাইজার ডেভেলপমেন্ট জেসমিন সুলতানা, ইসলামিক ফাউন্ডেশনের মাস্টার ট্রেইনার আশরাফ আলী, ইসলামিক ফাউন্ডেশনের উপজেলা ফিল্ড সুপারভাইজার মওদুদ আহমেদ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা শহিদুল ইসলাম।

