অভয়নগর প্রতিনিধি:যশোরের অভয়নগরে ২০ পিস ইয়াবা সহ মোহাম্মদ আলী(৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছেন থানা পুলিশ।
মঙ্গলবার দুপুরে নওয়াপাড়া পৌরসভার ৪ নং ওয়ার্ড এর বউ বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত মোহাম্মদ আলী উপজেলার বুইকরা(ড্রাইভারপাড়া) গ্রামের মৃত – নুর ইসলামের ছেলে।
থানা সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের উপপরিদর্শক( এসআই) মনিরুজ্জামান ও (এসআই) শহিদুল ইসলামের নেতৃত্বে নওয়াপাড়া বউ বাজার এলাকা থেকে ওই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এসময় ওই আটককৃত আসামির দেহ তল্লাশি করে ২০পিস ইয়াবা উদ্ধার করা হয়। এবিষয়ে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)এবিএম মেহেদী মাসুদ বলেন, চিহ্নিত মাদক ব্যবসায়ী মোহাম্মদ আলীকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে এর আগেও একাধিক মাদক মামলা রয়েছে।গ্রেফতারকৃত আসামিকে মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে।

