শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

অভয়নগরে ওপেন হাউজ ডে পালিত 

আরো খবর

 

অভয়নগর প্রতিনিধি

দক্ষ পুলিশ, সমৃদ্ধ দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ ’ এই স্লোগান সামনে রেখে অভয়নগরে  মাদক, সন্ত্রাস, বাল্যবিবাহ, ইভটিজিং ও জঙ্গিবাদবিরোধী ওপেন হাউস ডে পালিত  হয়েছে । গতকাল বৃহস্পতিবার সকালে অভয়নগর থানা পুলিশের আয়োজনে নানা শ্রেণিপেশার মানুষের উপস্থিতিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য দেন যশোর জেলা পুলিশ সুপার, প্রলয় কুমার জোয়ারদার বিপিএম(বার) পিপিএম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, যশোর ৪ আসনের  সাবেক সংসদ সদস্য ও সাবেক হুইপ শেখ আব্দুল ওহাব, অতিরিক্ত পুলিশ সুপার, (খ-সার্কেল) মুকিত সরকার, অভয়নগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীগের জ্যেষ্ঠ  সহ-সভাপতি  শাহ ফরিদ জাহাঙ্গীর, উপজেলার  সহকারী কমিশনার (ভূমি) মো কামরুজ্জামান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব এনামুল হক বাবুল, নওয়াপাড়া পৌর মেয়র সুশান্ত কুমার দাশ। এ সময় অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম শামীম হাসান এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা কমান্ডার আলী আহম্মদ খান,উপজেলা ভাইস চেয়ারম্যান মিনারা পারভীন, নওয়াপাড়া পৌর আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব রফিকুল ইসলাম সরদার, অভয়নগর কমিউনিটি পুলিশ ফোরামের সভাপতি গাজী নজরুল ইসলাম, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল  ইসলাম মল্লিকসহ  প্রমুখ। সভায় পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার উপস্থিত সবাইকে উদ্দেশ্য করে বলেন, কেউ কখনও কোনো অপরাধের সহযোগী হবেন না আর নিজেও করা থেকে বিরত থাকবেন।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ