শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

অভয়নগরে কাভার্ডভ্যানর চাপায় শিক্ষকের মৃত্যু 

আরো খবর

অভয়নগর  প্রতিনিধি:অভয়নগরে কাভার্ডভ্যানর চাপায় শিক্ষকের মৃত্যু  হয়েছে। এ ঘটনা টি যশোর খুলনা মহাসড়কের ভাঙ্গাগেট ট্রাক টার্মিনাল এলাকায় ঘটে।  ২৬ ফেব্রুয়ারী (সোমবার) বিকাল ৫ টার দিকে  কাভার্ড ভ্যান ( ঢাকা মেট্রো- ট- ১৮-৭৩৩২) এর চাপায় আমডাঙ্গা গ্রামের গ্রাম্য চিকিৎসক ও সাবেক শিক্ষক  ইন্তাজ আলী বিশ্বাস (৬৫) নামের এক ব্যক্তির  মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের ভাইপো মোহাম্মদ হোসাইন।  নিহতের ভাইপো মো.হোসাইন জানান, প্রতিদিনের ন্যায় আমার  চাচা আজ ২৬ফেব্রুয়ারী সোমবার বিকালে   আমডাঙ্গা  থেকে ভ্যানে যোগে ভাঙ্গাগেট চেম্বারের উদ্দেশ্যে রওয়ানা হলে বিপরীত দিক থেকে আসা কাভার্ডভ্যান তাকে ধাক্কা দেয়।  এতে তার  মাথায় প্রচন্ড আঘাত লাগে। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে  কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা  করেন। এ  খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ কাভার্ডভ্যানটি  আটক করে। এ ব্যাপারে
 নওয়াপাড়া হাইওয়ে থানার ওসি লিয়াকত হোসেন বলেন, ঘাতক কাভার্ডভ্যানটি  আটক করে হেফাজতে রাখা হয়েছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

আরো পড়ুন

সর্বশেষ