শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

অভয়নগরে খেজুর গাছ বিলুপ্তির পথে, রসের দেখা মেলেনা

আরো খবর

নওয়াপাড়া পৌর প্রতিনিধি:যশোরের অভয়নগর উপজেলায়  শীতের সকালে একযুগ আগেও চোখে পড়তো খেজুর গাছ। খেজুর গাছ থেকে রস সংগ্রহ করার দৃশ্য ও গাছির ব্যস্ততা। বিলুপ্ত হতে চলেছে খেজুর গাছ থেকে রস সংগ্রহ করা গাছিদের পেশা। এখন আর তেমন চোখে পড়ে না খেজুর গাছ। একযুগ আগেও বিভিন্ন গ্রামের মেঠো পথ ধরে হাটলেই চোঁখে পড়তো সারি সারি খেজুর গাছ। এলাকার প্রায় প্রতিটি গ্রামে বা মহল্লায় গাছিদের দেখা যেত খেজুর গাছের মাথার দিকে বিশেষ কায়দায় কান্ড ছেটে হাড়ি পাততে। শীতের সকালে গাছিরা খেজুর রসের হাড়ি নিয়ে গ্রামে গ্রামে ঘুরে বেড়াতো। কিছু কিছু এলাকায় খেজুর গাছ দেখা যায় সেগুলো দাঁড়িয়ে আছে কালের স্বাক্ষী হয়ে। শীতের সকালে রোদে বসে খেজুরের রস এবং মুড়ি খাওয়া ছিল গ্রামের একটি রেওয়াজ ও ঐতিহ্য। এখন খেঁজুর রসের স্বাদ সবার ভাগ্যে জোটে না। উপজেলার পুড়াখালী গ্রামের আলাউদ্দিন বলেন, খেজুরের রস পাওয়া বড়ই দুষ্প্রাপ্য হয়ে উঠেছে। বেশ কয়েকবছর খেজুর রসের দেখা পেলাম না। বিলুপ্তির পথে গ্রামীণ এই ঐতিহ্য খেজুর গাছ ও দেখা দিয়েছে রসের সংকট। ধোপাদী গ্রামের শফিকুল ইসলাম বলেন, ছোট বেলা থেকে এখনো কাঁচা রসের পায়েস খাওয়ার কথা এখনো ভুলতে পারি না। শীত মৌসুমে সকালে খেজুরের তাজা রস যে কতটা তৃপ্তিকর তা বলে শেষ করা যাবে না। অভয়নগর উপজেলা কৃষি কর্মকর্তা বলেন, খেজুরের রসে প্রচুর পরিমাণে ভিটামিন বি রয়েছে যা কর্মদক্ষতা বাড়াতে সহায়ক। খেজুর গাছের এই সঙ্কট নিরসনে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। গণসচেতনতা বৃদ্ধি করতে হবে এবং বেশি বেশি করে খেজুর বীজ রোপন করতে হবে।

আরো পড়ুন

সর্বশেষ