শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

অভয়নগরে চলন্ত বাস নিয়ন্ত্রণ হারিয়ে পানের দোকানে, গুরুতর আহত-৪

আরো খবর

 অভয়নগর প্রতিনিধি:যশোরের অভয়নগরের যশোর-খুলনা মহাসড়কের বেঙ্গলগেট এলাকায় খুলনাগামী রূপসা পরিবহন নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে থাকা একটি পানের দোকানে ঢুকে পড়ে।
ফলে বাসের চাপায় পান দোকানদার নওয়াপাড়া গ্রামের শফিয়ার রহমানের ছেলে আসাদুজ্জামান (২৮) ও তিনজন ক্রেতা গুরুতর  আহত হন। রোববার সন্ধ্যা ৭টার সময় এ দূর্ঘটনা ঘটে। ওই এলাকার বাসিন্দা মো. আলমগীর হোসেন জানান, সন্ধ্যা ৭টার সময় তার বাড়ির পাশে মহাসড়কে খুলনাগামী রূপসা পরিবহন (ঢাকা মেট্রো-ব-১৩-০২১৫) নিয়ন্ত্রণ হারিয়ে পাশে থাকা আসাদুজ্জামানের পানের দোকানে ঢুকে পড়ে। ফলে পানের দোকানসহ একটি বৈদ্যুতিক খুঁটি ভেঙ্গে দুমড়ে-মুচড়ে যায় এবং পান দোকানদারসহ ৪জন গুরুতর আহত হন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির জন্য নিয়ে যাওয়া হয়েছে।
গুরুতর আহতরা হলেন, নওয়াপাড়া গ্রামের ফিরোজ ড্রাইভারের ছেলে এমদাদুল (২৬), ঘাট শ্রমিক ইসমাইল হোসেন (৩০)  ও অজ্ঞাতনামা আরও ১জন। নওয়াপাড়া হাইওয়ে থানার ওসি আবদুল হামিদ জানান, বাসটিকে আটক করা হয়েছে। বাসের চালক ও হেলপার পালিয়ে গেছে। মামলা রুজুর প্রক্রিয়াধীন রয়েছে।

আরো পড়ুন

সর্বশেষ