অভয়নগর প্রতিনিধি
অভয়নগর উপজেলা, নওয়াপাড়া পৌর ও নওয়াপাড়া সরকারি কলেজ শাখা ছাত্রলীগের আংশিক কমিটি ঘোষণা করেছে যশোর জেলা ছাত্রলীগ। উপজেলা ও পৌর কমিটি এক বছর এবং কলেজ শাখা ছাত্রলীগের আহবায়ক কমিটি তিন মাসের জন্য অনুমোদন দেয়া হয়েছে। সোমবার (১এপ্রিল) মধ্যরাতে যশোর জেলা ছাত্রলীগের সভাপতি সালাউদ্দীন কবির পিয়াস ও সাধারণ সম্পাদক তানজীব নওশাদ পল্লব কমিটি অনুমোদনের বিষয়টি নিশ্চিত করেন।
মঙ্গলবার (২এপ্রিল) দুপুরে নবনির্বাচিত কমিটি নওয়াপাড়া বাজারে আনন্দ মিছিল বের করে।
এক বছরের জন্য অনুমোদিত অভয়নগর উপজেলা ছাত্রলীগের নবনির্বাচিত সভাপতি সাব্বির আহম্মেদ শান্ত ও সাধারণ সম্পাদক মোসাদ্দেক হায়াত রুম্মান। নওয়াপাড়া পৌর শাখা ছাত্রলীগের নবনির্বাচিত সভাপতি আবিদ আলম সাজিদ ও সাধারণ সম্পাদক সাকিবুল হাসান মজুমদার। তিন মাসের জন্য অনুমোদিত কলেজ শাখা ছাত্রলীগের নবনির্বাচিত আহবায়ক আব্দুল্লাহ আল নোমান। এছাড়া উপজেলা ও পৌর কমিটির সহ-সভাপতি ২৬ জন, যুগ্ম সাধারণ সম্পাদক ১৬ জন ও সাংগঠনিক সম্পাদক পদে ১৬ জনের নাম ঘোষণা করা হয়েছে। কলেজ শাখা কমিটির যুগ্ম আহবায়ক ৬ জন ও সদস্য হিসেবে ২১ জনের নাম ঘোষণা করা হয়েছে।
কমিটি ঘোষণার পর মঙ্গলবার দুপুরে নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ উদ্যোগে একটি আনন্দ মিছিল বের হয়। পরে নওয়াপাড়া মডেল স্কুল চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পৃথকভাবে শ্রদ্ধা নিবেদন করে।

