নিজস্ব প্রতিনিধি(অভয়নগর) যশোর : “করবো বীমা গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরের অভয়নগরে জাতীয় বীমা দিবস ২০২৪ উদযাপিত হয়েছে।
শুক্রবার সকাল ৯ টায় অভয়নগর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে উপজেলা পরিষদে এসে শেষ হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম আবু নওশাদ এর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন ,পপুলার লাইফ ইন্সুরেন্স এর ডিজিএম মোঃ শামীম হোসেন,অভয়নগর সার্ভিস সেল ইন চার্জ মোঃ রুবেল সরদার,হিসাব ইনচার্জ মোঃ ফরিদ হোসেন, নওয়াপাড়া জনপ্রিয় বীমা শাখার ইনচার্জ মোঃ মজিদ সরদার,ডায়মন্ড লাইফ ইন্সুরেন্স এর নওয়াপাড়া শাখার ইনচার্জ মো. মঈন উদ্দিন, সোনালী লাইফ ইন্সুরেন্সের ইউনিট ম্যানেজার পার্থ প্রতিম বৈরাগী প্রমুখ।
আলোচনা সভায় নিজেদের জীবন এবং সম্পদের সুরক্ষা করতে প্রত্যেকের জীবনে বীমা চালু করার প্রতি আহ্বান জানানো হয়।

