অভয়নগর প্রতিনিধি:যশোরের অভয়নগরে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুন থেকে একটি স্পিনিং মিলের পাঁচ লাখ টাকার তুলা পুড়ে গেছে। সোমবার (২৩ জানুয়ারি) রাতে উপজেলার মহাকাল এলাকায় যশোর-খুলনা মহাসড়ক সংলগ্ন আল-হিক্মা স্পিনিং মিলস্ লিঃ এ অগ্নিকান্ডে ঘটনা ঘটে। আগুন নেভাতে গিয়ে সাগর (১৯) নামে এক শ্রমিক আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শী শ্রমিকরা জানান, রাত আনুমানিক ৮ টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। এসময় কর্মরত শ্রমিকরা আগুন নেভানোর চেষ্টা করে ব্যার্থ হলে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়। আনুমানিক পাঁচ লাখ টাকার তুলা পুড়ে গেছে এবং পানিতে ভিজে অনেক তুলা নষ্ট হয়েছে।
এছাড়া আগুন নেভাতে গিয়ে ফয়ার এক্সটিংগুইশারের গ্যাস ও আগুনের তাপে সাগর নামে এক শ্রমিক আহত হয়েছেন। সে যশোর সদর উপজেলা বসুন্দিয়া ইউনিয়নের ঘোপেরডাঙ্গা গ্রামের বাসিন্দা। প্রাথমিক চিকৎসা দেওয়ার পর সে সুস্থ রয়েছে।
আল-হিক্মা স্পিনিং মিলের ম্যানেজার কফিল উদ্দিন জানান, অগ্নিকা-ের ঘটনায় পাঁচ টন তুলা পুড়ে ও পানিতে ভিজে নষ্ট হয়েছে। যার মূল্য আনুমানিক ১৫ লাখ টাকা। তবে কত টাকার ক্ষতি হয়েছে তা এখনই বলা সম্ভব নয়। শ্রমিক আহতের বিষয়টি তিনি এড়িয়ে যান।
নওয়াপাড়া ফায়ার সার্ভিসের সহকারী স্টেশন অফিসার মেজবাহ ফকির জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় এবং আধা ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনের সূত্রপাত ও ক্ষতির পরিমান তদন্তের পর বলা যাবে।

