অভয়নগর প্রতিনিধি: অভয়নগর উপজেলার নওয়াপাড়া সরকারি কলেজ সংলগ্ন মাস্টারমাইন্ড কলেজিয়েট স্কুল(গঈঝঈ) এর হল রুমে আব্দুর রশিদ খান ঠাকুর ফাউন্ডেশন কর্তৃক ২৫ জন দর্জি প্রশিক্ষণার্থীদের মধ্যে সেলাই মেশিন বিতরন অনুষ্ঠিত হয়েছে।
আব্দুর রশিদ খান ঠাঁকুর ফাউন্ডেশন কর্তৃক ঝুঁকিপূর্ণ শিশু শ্রম হ্রাসের মাধ্যমে শিশু সুরক্ষা ও উন্নয়ন সাধন প্রকল্পের আওতায় শ্রমজীবি শিশুর “আর নয়, শিশু শ্রম” এই প্রতিপাদ্য কে সামনে নিয়ে শ্রমজীবী শিশুদের মধ্যে ২৬জুলাই বুধবার বিকালে শিশু শ্রমিকদের দর্জি প্রশিক্ষণকে আরো গতিশীল করতে সেলাই মেশিন কাইচি,সেভ কাঠ, বিতরন করা হয়। অনুষ্ঠানে আব্দুর রশিদ খান ঠাকুর ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক প্রদীপ মার্সেল রোজারিও প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষনার্থীদের হাতে সেলাই মেশিন তুলে দেন।
সংস্থার প্রকল্প সমন্নয়কারী মো.আব্দুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন হৃদয় টেকনিক্যাল ট্রেনিং সেন্টার এর পরিচালক ও সংস্থার প্রকল্প টেইনার সাংবাদিক জাকির হোসেন হৃদয়, সমাজ সেবক মো.বায়োজিদ হোসেন, মো.খোকন তরফদার, এছাড়া ও উপস্থিত ছিলেন ফিল্ড সুপারভাইজার মো.আবু তাহের, মনিটরিং অফিসার ফুয়াদ জিলানী হৃদয় টেকনিক্যাল ট্রেনিং সেন্টার এর সুপার ভাইজার রহিমা বেগম প্রশিক্ষক নাজমুল ইসলাম উপজেলার ফিল্ড-সুপারভাইজার মোঃ আবু- তাহের ও যশোর জেলা শাখার ফ্লিড সুপারভাইজার শিল্পী খাতুন, কমিউনিটি অর্গানাজার আসিফ বিশ্বাস প্রমুখ।
অভয়নগর উপজেলার বিভিন্ন গ্রাম মহলার প্রত্যন্ত অঞ্চলের সুবিধা বঞ্চিত শিশুগন কেউ তেতুলের বীচি কাঁটে, আকিজ জুট মিলের শ্রমিক, চুলের কাজ। এই শিশুরা বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে উন্নয়ন প্রক্রিয়ার অব্যাহত রাখতে তারা নিজেরা প্রশিক্ষণ মাধ্যমে নিজে স্বাবলম্বী হতে চায় এবং উন্নয়নে অংশগ্রহন করতে চায় তাদের মধ্যে এ সেলাই মেশিনগুলো বিতরন করা হয়।

