রবিবার, ১৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৯শে রজব, ১৪৪৭ হিজরি

অভয়নগরে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

আরো খবর

অভয়নগর প্রতিনিধি:যশোরের অভয়নগরে ১৭মার্চ বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে  দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।সোমবার ১৮ মার্চ  বেসরকারি উন্নয়ন সংস্থা আশা আমতলা স্বাস্থ্যসেবা কেন্দ্রের উদ্যোগে উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নের ভৈরব আদর্শ মহাবিদ্যালের সামনে,আশা আমতলা স্বাস্থ্যসেবা কেন্দ্রে,এ কর্মসূচির আয়োজন করা হয়।
আশা আমতলা স্বাস্থ্যসেবা কেন্দ্রের ইনচার্জ কাঞ্চন বিশ্বাস,সকাল থেকে বিকাল পর্যন্ত প্রায় দুই শতাধিক দরিদ্র সাধারণ রোগীদের ফ্রি চিকিৎসা সেবা দেন।
ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্ভোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, এডিশনাল ডিভিশন ম্যানেজার মো. সাহেদ আলী,অভয়নগর উপজেলার আশা নওয়াপাড়া অঞ্চলের আর এম প্রশান্ত চাকি,ই্উপি সদস্য মো.বাবুল সরদার,আশা আমতলা ব্রাঞ্চ এর ম্যানেজার রফিকুল ইসলাম,সহকারী ব্রাঞ্চ ম্যানেজার মো.আব্দুস সালাম,স্বাস্থ্যসেবী নূরজাহান খাতুন,শারমিন সুলতানা,সুমি খাতুন,রাবেয়া সুলতানা প্রমূখ।ফ্রি মেডিকেল ক্যাম্পে আগত রোগীদের,ব্যবস্থাপত্র প্রদান,ডায়াবেটিস পরীক্ষা ও রক্তচাপ পরিমাপ করা হয়।
সিদ্ধিপাশা গ্রাম থেকে চিকিৎসা নিতে আসা হামিদা বেগম বলেন,আমি অনেক দিন যাবত জটিল রোগে ভুগছি,এখানে এসে আমি চিকিৎসা সেবা ও ব্যবস্থাপত্র পেয়ে খুব খুশি।
আমতলা বাজার থেকে চিকিৎসা নিতে আশা জহুর শেখ বলেন,আমি ডায়াবেটিস পরীক্ষা করাতে এসেছি।এখানে ফ্রি চিকিৎসা সেবা পেয়ে আমি আনন্দিত,কারণ আমি দিন মুজুর আমার আর্থিক অস্বচ্ছলতা থাকায় আমি ঠিকমত পরিক্ষা করতে পারিনা। মাঝে মধ্যে যদি এরকম উদ্যোগ নেন তবে আমাদের খুবই উপকার হয়।

আরো পড়ুন

সর্বশেষ