শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

অভয়নগরে নির্মানাধীন ভবন থেকে অজ্ঞাত কিশোরের মরা দেহ উদ্ধার

আরো খবর

অভয়নগর প্রতিনিধি:
যশোরের অভয়নগর উপজেলায় থেকে অজ্ঞাত এক কিশোরের মরা দেহ উদ্ধার করে থানা পুলিশ। শনিবার বিকালে  নওয়াপাড়া  রেলস্টেশন  এলাকার ইকবালের মার্কেট থেকে ঐ কিশোরের মরা দেহ উদ্ধার করে অভয়নগর থানা পুলিশ।
এলাকাবাসী ও পুলিশ জানান, গতকাল ঢাকার একটি ট্রেনে চড়ে অজ্ঞাত ওই কিশোরটি নওয়াপাড়া রেলস্টেশনে আসে। রাতে তার কাছে ঠিকানা জানতে চাইলে  সে বলে তার বাড়ি রংপুর। পরে শীতে জুবুথুবু অবস্থায় পড়ে থাকতে দেখেন।তার পরনে ছিল জিন্সের প্যান্ট ও গায়ে আকাশী রঙের টি শার্টের উপর সাদা গেঞ্জি।
শনিবার আনুমানিক  ১২টার দিকে এলাকাবাসী  কিশোরকে ডাকাডাকি করতে থাকেলে কোন  সাড়া না দিওয়ায় মৃত ভেবে অভয়নগর থানা পুলিশকে খবর দেয়। পুলিশ বিকাল সাড়ে ৫  টার দিকে এসে তার মরাদেহ উদ্ধার করে।
এবিষয়ে অভয়নগর থানার উপ-পরিদর্শক  আবু বাক্কর সিদ্দিক বলেন,  নওয়াপাড়া  রেলস্টেশন  এলাকার ইকবালের মার্কেট থেকে অজ্ঞাত এক কিশোরের মরা দেহ উদ্ধার করা হয়। এখন তার পরিচয় সনাক্ত কর যায়নি।  আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে।

আরো পড়ুন

সর্বশেষ