শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

অভয়নগরে পুরস্কার বিতরণের মধ্যদিয়ে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপ্তি

আরো খবর

মতিন গাজী, অভয়নগর:  মজবুত হলে পুষ্টির ভিত, স্মার্ট বাংলাদেশ হবে নিশ্চিত’ এই শ্লোগানে যশোরের অভয়নগরে পুরস্কার বিতরণের মধ্যদিয়ে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপ্তি হয়েছে। জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে গতকাল মঙ্গলবার দুপুরে স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভাপতি মেজবাহ উদ্দীনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, সমন্বয় কমিটির সদস্য সচিব উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ওয়াহিদুজ্জামান, নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ রবিউল হাসান, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক, শিক্ষকপ্রতিনিধি এস এম ফারুক আহমেদ, ইউপি চেয়ারম্যান বিকাশ রায় কপিল, সানা আব্দুল মান্নান, হাফিজুর রহমান বিশ্বাস, সাংবাদিক প্রতিনিধি এস জেড মাসুদ তাজ প্রমুখ। সভার শুরুতে পুষ্টি বিষয়ে বক্তব্য রাখেন, স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. আলীমুর রাজিব ও মেডিক্যাল অফিসার ডা. খন্দকার মামুনুর রশিদ। আলোচনা সভা শেষে কুইজ, বিষয় ভিত্তিক বক্তব্য, চিত্রাংকনসহ বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণের মধ্যদিয়ে সপ্তাহব্যাপী জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপ্তি ঘটে।

আরো পড়ুন

সর্বশেষ