শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

অভয়নগরে বাস চাপায় মোটরসাইকেল চালক নিহত

আরো খবর

অভয়নগর  প্রতিনিধি: যশোরের অভয়নগরে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। অপর আরোহী গুরুতর আহত হয়েছেন। রোববার দুপুরে যশোর-খুলনা মহাসড়কের চেঙ্গুটিয়া এলাকায় এ দূর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী তুহিন সাহা জানান, রোববার দুপুর ১১টার সময় চেঙ্গুটিয়া বাজার এলাকায় যশোরগামী মোটরসাইকেলের সাথে খুলনাগামী গড়াই পরিবহনের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে মোটরসাইকেল চালক উপজেলার বুইকরা গ্রামের রহিম মুন্সির ছেলে ইকবাল মুন্সি (৩৭) নিহত হন। অপর আরোহী বুইকরা গ্রামের মুজিবর শেখের ছেলে নয়ন শেখ (২৫) গুরুতর আহত হন। এলাকাবাসী তাকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক অথৈ সাহা জানান, আহত নয়নের অবস্থা গুরুতর হওয়ায় তাকে খুমেক হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। নওয়াপাড়া হাইওয়ে থানার ওসি সিদ্দিকুর রহমান জানান, ঢাকা মেট্রো ব-১৫-১১৯৯ নম্বর গড়াই বাসটিসহ তার চালককে আটক করা হয়েছে। মোটরসাইকেলটিকেও জব্দ করা হয়েছে।

আরো পড়ুন

সর্বশেষ