শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

অভয়নগরে বিদেশী পিস্তলসহ যুবলীগ নেতা ও তার ৩ সহযোগী গ্রেফতার

আরো খবর

নিজস্ব প্রতিনিধি:যশোরের অভয়নগরে বিদেশী পিস্তল গুলিসহ মেহেদী হাসান হৃদয় খান নামে এক যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। এসময় তার ৩ সহযোগীকেও গ্রেফতার করা হয়েছে। বুধবার (১৬ জুলাই) সকালে অভয়নগর উপজেলার নওয়াপাড়া ড্রাইভারপাড়া থেকে তাদের গ্রেফতার করা হয়।

অপর আটককৃতরা হলো, ড্রাইভার পাড়ার নেছার উদ্দিনের ছেলে বিল্লাল হোসেন, বুইকরা গ্রামের হুরাইরা ও কলাগাছি গ্রামের মিন্টু।

যশোর ডিবি পুলিশের ওসি মঞ্জরুল হক ভূঁইয়া জানান, নওয়াপাড়া পৌর যুবলীগের যুগ্ম সম্পাদক মেহেদী হাসান হৃদয় খান একাধিক মামলার আসামি। গোপন সংবাদের ভিত্তিতে আজ সকালে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। পরে তার স্বীকারোক্তি মতে মুরগীর খোপ থেকে একটি বিদেশি পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

এসময় তার দেয়া তথ্য অনুযায়ী আরো ৩ যুবককে গ্রেফতার করা হয়েছে। তারা নওয়াপাড়া পৌর কৃষকদল নেতা তরিকুল ইসলাম হত্যাকান্ডে সন্দেহভাজন

আরো পড়ুন

সর্বশেষ