শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

অভয়নগরে  বিভিন্ন মামলায় ১৫ আসামি আটক

আরো খবর

অভয়নগর প্রতিনিধি:যশোরের অভয়নগরে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ১৫ জন আসামিকে আটক করেছে  থানা পুলিশ। মঙ্গলবার উপজেলার  বিভিন্ন জায়গা থেকে তাদেরকে আটক করা হয়।সকল আসামিকে জেল হাজতে পাঠানো হয়েছে।
জানাযায়,যশোর জেলার সুযোগ্য পুলিশ সুপার  প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম (বার), পিপিএম মহোদয় এবং অতিরিক্ত পুলিশ সুপার “খ” সার্কেল, যশোর মহোদয়ের সঠিক দিক নির্দেশনায় অভয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এবিএম মেহেদী মাসুদ  এর নেতৃত্বে  অভিযান পরিচালনা করা হয়।এসময় অভয়নগর থানাধীন মধ্যপুর গ্রামস্থ মধ্যপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পিছনে পূর্ব পার্শ্বে কালভাটের উপর হইতে মো জামশেদ সরদারের ছেলে   মোঃ শাহিন সরদার (২২), মৃত কালু মোল্লার ছেলে
মোঃ জিয়া মোল্লা (৪৫)  উভয় থানা-অভয়নগর, জেলা- যশোরদ্বয়কে ২০০ গ্রাম গাঁজা সহ গ্রেফতার করেন এবং আসামীদ্বয়ের বিরুদ্ধে  মাদকদ্রব্য আইনে  মামলা রুজু হয় । নিয়মিত মামলায় আসামী ০৩। অনিক বাঘা (২৩), পিতা-নাসির বাঘা, গ্রাম- গুয়াখোলা (০৬ নং ওয়ার্ড, মহিলা কলেজ রোড) ০৪। শেখ শাকিল(১৯), পিতা-মৃত সোহরাব শেখ, গ্রাম- গুয়াখোলা (০৬ নং ওয়ার্ড, মহিলা কলেজ রোড) উভয় থানা- অভয়নগর, জেলা -যশোরদ্বয়কে নিজ বাড়ী হইতে গ্রেফতার করেন।এস.সি নং-১৫৮৪/২২ সাজা এর গ্রেফতারী পরোয়ানা মূলে আসামী ০৫। মোঃ ফিরোজ মোল্যা, পিতা- আলি হাফিজ মোল্যা, সাং- শংকরপাশা, ডাক- নওয়াপাড়া, জিআর নং- ১৫৬৫/১৭ এর গ্রেফতারী পরোয়ানা মূলে আসামী ০৬। মোঃ বদর উদ্দিন বিশ্বাস, পিতা- মোঃ সেলিম বিশ্বাস, সাং- মাগুরা (ঠাকুর পাড়া)  জিআর নং- ১১৬/২৩  এর গ্রেফতারী পরোয়ানা মূলে আসামী ০৭। মোঃ ইব্রাহিম (৫০) পিতা- মৃত বাবুর আলী, সাং- সিরাজকাঠি,  এস.সি নং- ১৩৫৯/১৬ এর গ্রেফতারী পরোয়ানা মূলে আসামী ০৮। আলামিন, পিতা- মৃত আবুল কালাম, সাং- প্রেমবাগ (বাদালপাড়া)  সেসন নং- ৩০৫/২৩ সাজা এর গ্রেফতারী পরোয়ানা মূলে আসামী ০৯। আলমগীর, পিতা- জিল্লাল হোসেন, সাং- মশুরহাটি, পোঃ- ভাঙ্গাগেট, জি.আর নং- ২৫০/২২ এর গ্রেফতারী পরোয়ানা মূলে আসামী ১০। মোঃ সাগর হোসেন (২৪) পিতা- মৃত আক্তার আলী বিশ্বাস, মাতা- মৃত রিনা খাতুন, সাং- বুইকারা জি.আর নং- ১০৭/১৫ এর গ্রেফতারী পরোয়ানা মূলে আসামী ১১। মোঃ জাহিদুল ইসলাম ওরফে রহিম (২৬) পিতা- মহর মোল্লা ওরফে ফালা মোহর, সাং- কোদলা, জিআর নং- ১৪২/১৭ এর গ্রেফতারী পরোয়ানা মূলে আসামী ১২। আসাদ সরদার (৪৫)পিতা- খোকন সরদার, সাং- একতারপুর, এস.সি নং-১৫৮৫/২২ সাজাএর গ্রেফতারী পরোয়ানা মূলে আসামী ১৩। মোঃ ফিরোজ মোল্যা, পিতা- আলি হাফিজ মোল্যা, সাং- শংকরপাশা, ডাক- নওয়াপাড়া, জিআর নং- ১১৯/২৩ এর গ্রেফতারী পরোয়ানা মূলে আসামী ১৪। মোঃ ফয়সাল ফকির ওরফে আব্দুর রহমান (১৯) পিতা- মোঃ ইলিয়াছ ফকির, সাং- হিদিয়া, এনজিআর নং- ২৯/২১(এন) এর গ্রেফতারী পরোয়ানা মূলে আসামী ১৫। মোছাঃ  আম্বিয়া বেগম, স্বামী- মৃত মঞ্জুর শেখ, সাং- হিদিয়া সর্ব থানা- অভয়নগর, জেলা-যশোরদেরকে গ্রেফতার করেন। সর্ব  মোট ১৫ জন আসামীদেরকে বিচারের নিমিত্তে ইং- ০৬/০৯/২০২৩ তারিখে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মেহেদী মাসুদ জানান, অভয় নগরে মাদকের কোন অস্তিত্ব থাকবে না। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরো পড়ুন

সর্বশেষ