শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

অভয়নগরে ভেজাল সার জব্দ, ৬০ হাজার টাকা জরিমানা

আরো খবর

অভয়নগর প্রতিনিধি:যশোরের অভয়নগর উপজেলায় ভেজাল সার মজুদ ও বিক্রির অপরাধে সার ব্যবসায়ী মো. ওসমান গনি নামে এক সার ব্যবসায়ীকে ৬০হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। এ সময় তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে ২৪৯৫ কেজি সার জব্দ করেন।

বুধবার সন্ধ্যায়  উপজেলা সহকারি কমিশনার (ভূমি)  ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট  থান্দার কামরুজ্জামান   ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় তার সঙ্গে ছিলেন উপজেলা কৃষি অফিসার  লাভলী খাতুন , অভয়নগর  থানা পুলিশের একটি দল।

উপজেলা  সহকারী কমিশনার (ভূমি)  থান্দার কামরুজ্জামান জানান, ভেজাল সার মজুত ও বিক্রির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে   উপজেলার প্রেমবাগ ইউনিয়নে চায়না মার্কেট  বাজারে গনি বীজ ভান্ডারে ৪৫ বস্তা দস্তা  ভেজাল সার জব্দ করেন। এছাড়া নওয়াপাড়া কাঁচা  বাজারে ওই একই মালিকের গনি সীড ফার্মে   দস্তা ৫৯ কেজি,টিএসপি ২৭ কেজি,জিপসাম  ১০০ কেজি  এবং  এমওপি ৫৬ কেজি  মোট ২৪৫ কেজি  ভেজাল সার জব্দ করেন। এ সময় ভেজাল সার বিক্রির দায়ে দোকানদার ওসমান গনিকে ৬০ হাজার টাকা জরিমানা করেন।

তিনি বলেন,বাজারে এসব দোকান থেকে মানসম্মত সার মনে করে প্রান্তিক কৃষকরা এ ভেজাল সারগুলো কিনে জমিতে প্রয়োগ করেন।এর ফলে তারা কাঙ্ক্ষিত ফসল না পাওয়ার পাশাপাশি প্রতারিত হচ্ছেন।তাই ভেজাল সার মজুত ও বিক্রিরোধে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

আরো পড়ুন

সর্বশেষ