শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

অভয়নগরে মধ্যেরাতে বিএনপি নেতার বাসভবনে বোমা নিক্ষেপ ! 

আরো খবর

অভয়নগর  প্রতিনিধি:অভয়নগরে মধ্যেরাতে থানা বিএনপির যুগ্ম আহবায়ক ও যশোর জেলা বিএনপির সদস্য মশিয়ার রহমান মশির বাসভবন লক্ষ্য করে বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা।শনিবারে মধ্যে রাত (১২.৪৫ মিনিট এর  দিকে) উপজেলার নওয়াপাড়া পৌরসভার ৩ নং ওয়ার্ড ধোপাদী নতুন বাজার সংলগ্ন এলাকায়  এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, মধ্যেরাতে বিএনপি নেতার বাসভবন লক্ষ্য করে ৩টি বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এ সময় দুর্বৃত্তদের ছোড়া ৩টি বোমা পরপর বিস্ফোরিত হয়।তবে এ ঘটনায় কেউ হতাহত কিংবা কোনো  ক্ষয়ক্ষতি হয়নি। পরে পুলিশকে খবর দেওয়া হয়। মশিয়ার রহমান মশির ছোট ভাই হাফিজুর রহমান বলেন, মধ্যেরাতে ভাইয়ের বাসভবনে লক্ষ্য করে ৩টি বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে বিকট শব্দে পরিবারের লোকজন দ্রুত রাস্তায় আসে। দেখি, বাসভবনের গেটে, পিলারে, ও দেয়ালে ৩ টি বোমা নিক্ষেপ করে। এ সময় দুটি মোটরসাইকেলে যোগে ৩ জন ব্যক্তিকে নতুন বাজারে দিকে পালাতে দেখা যায় ।
পরে অভয়নগর থানার পুলিশ এসে বোমার সদৃশ ও আলামত জব্দ করে নিয়ে যায়। আমার ভাই বিএনপি নেতা  মশিয়ার রহমান মশির গত ১৮/১০/২৩ তারিখে বিএনপির মহাসমাবেশে যোগ দেওয়ার জন্য গাড়িতে করে যাওয়ার পথে উত্তর কেরানীগঞ্জের এলাকা থেকে পুলিশ আটক করে। বর্তমানে সে যশোর জেলা কারাগারে রয়েছেন।
এ ঘটনায় আমাদের পরিবারের লোকজন চরম আতঙ্কের মধ্যে রয়েছি। অভয়নগর থানার অফিসার ইনচার্জ এবিএম মেহেদী মাসুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে বিস্ফোরিত বোমার সদৃশ ও আলামত জব্দ করা হয়েছে।তিনি আরও জানান, বিষয়টি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরো পড়ুন

সর্বশেষ