শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

অভয়নগরে মহিলা সমাবেশ অনুষ্ঠিত

আরো খবর

অভয়নগর  প্রতিনিধি:যশোরের অভয়নগরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বর্তমান সরকারের উন্নয়নের ধারা অব্যহত রাখার প্রত্যয়ে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকালে উপজেলার ৩নং চলিশিয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে  এ বিশাল মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়।
চলিশিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সানা আব্দুল মান্নানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, অভয়নগর বাঘারপাড়া ও বসুন্দিয়া নির্বাচনী এলাকার নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক ও যশোর জেলা আওয়ামী লীগের সদস্য ইঞ্জিনিয়ার আরশাদ পারভেজের সহধর্মিনী দিলরুবা পারভেজ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, নারীদের উন্নয়নে দেশের উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
দেশের বিভিন্ন সেক্টরে ব্যপক উন্নয়নের চিত্র দৃশ্যমান হয়েছে। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে আবারো জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে। এসময় আরো বক্তব্য রাখেন, চলিশিয়া ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা ইউপি সদস্য আমেনা ইসলাম, সেলিনা বেগম, মশিয়াহাটি ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক তুহিন শুভ্র চক্রবর্তী, তথ্যসেবা উদ্যক্তা আবু সাইদ, ও স্থানীয় নারী নেতৃবৃন্দ।

আরো পড়ুন

সর্বশেষ