শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

অভয়নগরে মাছের ঘেরে বিষ প্রয়োগ,৩০ লাখ টাকার ক্ষতি

আরো খবর

অভয়নগর  প্রতিনিধি:যশোরের অভয়নগরে মাছের ঘেরে বিষ প্রয়োগ করে মাছ চুরি করছে দুর্বৃত্তরা। বিভিন্ন প্রজাতির মাছ মেরে ৩০ লক্ষাধীক টাকার ক্ষতির অভিযোগ পাওয়া গেছে। গত রোববার  বিকালে উপজেলার শুভরাড়া ইউনিয়নের বাশুয়াড়ি গ্রামের বালিরডাঙা বিলের মৎস্য চাষিরা এ অভিযোগ করেন। সাম্প্রতিক তাদের ১০-১২টি ঘেরে বিষ প্রয়োগ করে মাছ চুরি ঘটনা ঘটেছে।
ঘের ব্যবসায়ি আশরাফ আলী মোল্ল্যা জানান, দির্ঘদিন যাবৎ আমরা মাছ চাষ করে আসছি। এই এলাকার প্রায় ৪’শ পরিবার মাছ চাষ করে জীবিকা নির্বাহ করে থাকে। কিন্তুু সম্রতি আমাদের ঘেরে বিষ প্রয়োগ করে মাছ চুরি করে নিয়ে যাচ্ছে কিছু দূর্বৃত্তরা। এমন ঘটনা এর আগেও ঘটেছে।
অপর এক ঘের ব্যাবসায়ী আব্দুল্লাহ,আযহার শেখ বলেন,রাতের আধারে তারা মাছ চুরি করে স্থানিয় হাফিজুরের পানের বরজে বন্টন করে তার প্রমানো আমরা ইতোমধ্যে পেয়েছি। একদিকে আমরা যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছি সেই সাথে আমাদের পড়তে হচ্ছে আর্থিক সংকটে।ঘের ব্যবসায়ি শাহাদাৎ মোল্ল্যা,শফিকুল মোল্ল্যা, তুহিন শেখ বলেন,চলতি বছরে কিছু দূষকৃতিরা ঘেরে বিষ দিয়ে মাছ চুরি করছে। প্রতি বছরই আমরা এ ভাবেই ক্ষতি গ্রস্থ হচ্ছি। এছাড়াও বায়জিত শেখ,আমিনুর শেখ,তোহিদ হাসান, মহরম শেখ,ইউসুফ মোল্ল্যাসহ অনেকেরই ঘেরে বিষ প্রয়োগ করে মাছ চুরির ঘটনা ঘটেছে। ঘের ব্যবসায়ীরা জানান,চলতি বছরে আমাদের সব মিলিয়ে ৩০লক্ষাধিক টাকার মত ক্ষতি হয়েছে।
আমরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করি সেই সাথে এর একটি সুষ্ঠু সমাধানের দাবি জানায়।অভিযোগের বিষয় জানতে চাইলে।ঘের ব্যবসায়ি,আশরাফ আলী মোল্ল্যা জানান,এর আগে আমরা মৎস্য অফিসে জানিয়েছি থানায়ও জানিয়েছি। স্থানীয় ক্যাম্পের পুলিশের মধ্যমে কয়েকবার এর সমাধানেরও চেষ্টা করা হয়েছে কিন্তুু তাতেও কোন লাভ হয়নি। থেমে নেই চোর চক্রের এই চুরি।আমরা আবারো উপজেলা মৎস্য অফিসার এবং থানায় এটা নিয়ে অভিযোগ দায়ের করবো যাতে এই সমস্যার একটি সুষ্ঠ সমাধান পেতে পারি।

আরো পড়ুন

সর্বশেষ