অভয়নগর প্রতিনিধি:অভয়নগরের প্রেমবাগে জামির আলী ওয়েল ফেয়ার ফাউন্ডেশন এর সহযোগিতায় হতদরিদ্র মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ড্রেস বিতরণ করা হয়েছে। গতকাল (১২ সেপ্টেম্বর) মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলার প্রেমবাগ ইউনিয়নের মাগুরা সিদ্দিকিয়া আলিম মাদ্রাসায় উক্ত ড্রেস বিতরণ করা হয়। এসময় মাদ্রাসার ১২ জন শিক্ষার্থীদের মাঝে পাঞ্জাবী ও বোরকা প্রদান করা হয়। এছাড়াও উক্ত মাদ্রাসার সুপার এর পক্ষ থেকে ২০ জন শিক্ষার্থীদের মাঝে হিজাব ও টুপি বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন জামির আলী ওয়েল ফেয়ার ফাউন্ডেশন এর চেয়ারম্যান ও প্রেমবাগ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো.জাহাঙ্গীর আলম,উক্ত মাদ্রাসার সুপার আব্দুস সামাদ,সহ-সুপার আব্দুস জাফর বিশ^াস,বাংলাদেশ প্রেসক্লাব অভয়নগর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক নূর মিলন সরদার, মাদ্রাসার সিনিয়র শিক্ষক সরোয়ার মোল্যা, আব্দুর রউফ মোল্যা ও শরিফ প্রমুখ।
এ ব্যাপারে জামির আলী ওয়েল ফেয়ার ফাউন্ডেশন এর চেয়ারম্যান মো.জাহাঙ্গীর আলম বলেন,আমার দাদা জামির আলী ছিলেন একজন শিক্ষানুরাগী মানুষ। তিনি প্রেমবাগ ইউনিয়নের মাগুরা গ্রামের মানুষের শিক্ষার উন্নয়নে স্কুল, মাদ্রাসা প্রতিষ্ঠা সহ অনেক কাজ করে গেছেন। আমরা পরিবারের সদস্যরা তার অনুপ্রেরণায় হতদরিদ্র মেধাবী শিক্ষার্থীদের পাশে যতটুকু সম্ভব দাঁড়াতে চেষ্ঠা করছি। এবং জামির আলী ওয়েল ফেয়ার ফাউন্ডেশন ভবিষ্যতেও অসহায় মানুষের কল্যাণে কাজ করে যাবে।
উক্ত মাদ্রাসার হতদরিদ্র মেধাবী শিক্ষার্থীরা ড্রেস পেয়ে খুবই আনন্দিত ও উচ্ছ্বাসিত হয় এবং শিক্ষার্থীরা জামির আলী ওয়েল ফেয়ার ফাউন্ডেশন এর মঙ্গল কামনা করেন।
অভয়নগরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে ড্রেস বিতরণ

