শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

অভয়নগরে যুবলীগ নেতার দাফন সম্পন্ন,অফিস ভাঙচুর অগ্নিসংযোগ

আরো খবর

নিজেস্ব প্রতিবেদক,অভয়নগর (যশোর): যশোরের অভয়নগরে দুর্বৃত্তের কোপের আঘাতে নিহত যুবলীগ নেতা মুরাদ হোসেনের দাফন সম্পন্ন হয়েছে। মামলার প্রস্তুুতি চলছে। এখনো পর্যন্ত এ ঘটনায় অভিযুক্তদের কেউ আটক হয়নি। এই নিয়ে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। যেকোন ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

নিহত মুরাদ হোসেন মধ্য তরফদারপাড়া এলাকার মো. সাহাবুল ইসলামের ছেলে ও নওয়াপাড়া পৌরসভার ৪নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক পদে ছিলেন। আজ সোমবার মাগরিবের পর জানাজা শেষে বুইকারা সরকারী কবর¯’ানে তার দাফন সম্পন্ন করা হয়েছে। জানাজায় অংশ নেন স্থানীয় আওয়ামীলীগ,যুবলীগসহ আওয়ামীলীগের অঙ্গ সংগঠনের সহ¯্রাধিক নেতাকর্মী। জানাজার আগে সন্ধ্যা সাড়ে ৫টায় লাশবাহী গাড়ি তার বাড়িতে পৌছালে শতশত নারী- পুরুষ এসে জড়ো হয়। এদিকে ঘটনার ২০ ঘন্টা পার হলেও পুলিশ কাউকে গ্রেফতার করতে পারিনি। ঘটনাটি রোববার রাত ১০ টার দিকে উপজেলার নওয়াপাড়া গ্রামের মধ্য তরফদপাড়া এলাকায় স্বপ্ন ভিলার সামনে এ ঘটনা ঘটে।

ঘটনাকে কেন্দ্র করে রোববার মধ্যরাতে নওয়াপাড়া পৌরসভার ৪নং ওয়ার্ড কাউন্সিলর শেখ আব্দুস সালামের অস্থায়ী কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

আরো পড়ুন

সর্বশেষ