অভয়নগর প্রতিনিধি: অভয়নগরে এ কেমন বর্বরতা! পাষন্ড স্বামী আগুন দিয়ে স্ত্রীকে পুড়িয়ে মারার চেষ্টা করেছে।
জানা গেছে, যশোরের অভয়নগর উপজেলার সরখোলা গ্রামের হালদার আলীর মেয়ে আয়শা আক্তার তিলা(২৩) কে তার স্বামী ইমরান শিকদার যৌতুকের দাবিতে অমানুষিক নির্যাতন করে শরীরে আগুন দিয়ে হত্যা করার চেষ্টা করে ।
এসময় প্রতিবেশীরা জানতে পেরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।তার হাত,পা ও শরীরের বিভিন্ন অংশ পুড়ে যায়। তার অবস্থা আশঙ্কাজনক। ঘটনার পর থেকে স্বামী ইমরান সিকদার পলাতক রয়েছে।
সরেজমিনে, অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর দ্বিতীয় তলায়৭ নম্বর বেডে পড়ে আছেন আয়শা আক্তার তিলা। তার হাত-পায়ে ও বিভিন্ন শরীরে পুড়ে গেছে।তিনি যন্ত্রণায় কাতরাচ্ছেন। ডাক্তার বলছেন, তার অবস্থা খুবই ভয়াবহ। আগুনে পুড়ে তার শরীর ক্ষতবিক্ষত হয়েছে। সারাদিন ছটপট করে। সারতে সময় লাগবে। কিন্তু ক্ষত ঠিক হবে কিনা জানা নেই।
পাষণ্ড স্বামী ইমরান সিকদার নড়াইল জেলার কালিয়া উপজেলার চানপাড়া গ্রামের রউফ সিকদারের ছেলে।
ভুক্তভোগির মা আলেয়া বেগম জানান, বুধবার ২৬ জুলাই সকালে আমার মেয়ে তিলার কাছে জামাই ইমরান সিকদার যৌতুকের টাকা চায়। দিতে অস্বীকার করায় তার স্বামী ইমরান তাকে অমানুষিক নির্যাতন করতে থাকে। এক প্রর্যায় ওই তিলা জ্ঞান হারিয়ে ফেলে।
অবশেষে স্বামী ইমরানসহ শ্বশুর বাড়ির লোকেরা ওই তিলার শরীরে আগুন লাগিয়ে হত্যার চেষ্টা করে। এসময় চাচি শাশুড়ী ঘটনা দেখে তার শরীরে আগুন বন্ধ করে। পরে তাকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মূমূর্ষু অবস্থায় ভর্তি করা হয়।
আয়েশা আক্তার তিলার মা অভিযোগ করে বলেন, অভয়নগর থানায় অভিযোগ দিতে গেলে পুলিশ কোন ভাবেই অভিযোগ গ্রহণ করেনি। নড়াইল যেতে বলে তাড়িয়ে দিয়েছে।
তিনি আরো জানান, আমরা গরীব অসহায় মানুষ বলে কি পুলিশের কাছে কোন সহযোগিতা বা বিচার পাবোনা? এটা কেমন ধরনের অবিচার। এমন প্রশ্ন রেখে তিনি হাউমাউ করে কেঁদে ফেলেন।
বর্তমানে ওই গৃহবধূ মূমূর্ষু অবস্থায় অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মহিলা ওয়ার্ডের ৭নং বেডে চিকিৎসাধীন রয়েছে।
এবিষয়ে সচেতন মহল জরুরিভাবে পুলিশ প্রসাশনের কাছে দাবি করে বলেছেন, গৃহবধূকে আগুনে পুড়িয়ে হত্যা চেষ্টাকারী স্বামীসহ জড়িত ব্যক্তিদের আইনের আওতায় এনে কঠিন শাস্তি নিশ্চিত করার জন্য প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
এবিষয়ে অভয়নগর থানার ওসি তদন্ত মিলন কুমার মন্ডল বলেন,ওই গৃহবধুদের পক্ষ থেকে একজনকে থানায় আসতে বলা হয়েছে। গৃহ বধুকে আগুনে পুড়ে হত্যা করার চেষ্টা করা হয়েছে। অবশ্যই দেখবো এবং আইনগত ব্যবস্থা নেবো।
