শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

অভয়নগরে রাস্তার উপর অবকাঠামো নির্মাণ, বিছলির ঘর উচ্ছেদ করল গ্রাম পুলিশ

আরো খবর

অভয়নগর প্রতিনিধি:অভয়নগরের উপজেলার ১নং প্রেমবাগ ইউনিয়নের ৩নং ওয়ার্ড জিয়াডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় হইতে ধলিরগাতী মধ্যপাড়া সংযোগ সড়কের ধলিরগাতী অংশে নাজমুল হোসাইন (৫০) পিতা মৃত শামসের আলী সাং ধলিরগাতী বেআইনিভাবে রাস্তার উপর বিছেলির ঘর নির্মাণ করে জনসাধারণের চলাচলের রাস্তা সম্পূর্ণ বন্ধ করে দেয়।স্থানীয় সূত্রে জানা যায়,উক্ত রাস্তা দিয়ে প্রতিদিন পার্শ্ববতী ইউনিয়ন সহ এলাকার শত শত লোকজন চলাচল করে। এ ব্যাপারে স্থানীয় ইউপি সদস্য মোঃ আমিনুর রহমান জানান,ওই রাস্তার উপর ঘর করতে নিষেধ করলে,তার কথা অমান্য করে রাস্তার উপর তারা ঘর নির্মান করে।নিরুপায় হয়ে উক্ত বিষয়টি ইউনিয়ন পরিষদ সহ তিনি বিষয়টি উদ্বোতন কর্মকর্তাদের অবগত করেন।
স্থানীয় চেয়ারম্যান মফিজ উদ্দিনের কাছে বিষয়টি জানতে চাইলে তিনি বলেন,দীর্ঘদিনের চলাচলের রাস্তা বন্ধ করার ইখতিয়ার কারো নেই,এটা সম্পূর্ণ আইন বহির্ভূত।
এদিকে ভুক্তভোগী পরিবারের মৃত শামসের আলীর মেজোছেলে জিয়াউর রহমান  জানান,রাস্তার জমিটি এ পর্যন্ত ৭বার মাপার পরেও আজ তারা আমাদের জায়গায় গড়ে তোলা বিছেলির ঘর গ্রাম পুলিশের মাধ্যমে উচ্ছেদ করে দিয়েছে।উক্ত বিষয়টি জানতে,অভয়নগর উপজেলা গ্রাম পুলিশের সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামানের কাছে গেলে তিনি বলেন,উপজেলা নির্বাহী অফিসার ও ১নং প্রেমবাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের নির্দেশনা অনুযায়ী মানুষ চলাচলের রাস্তা অবমুক্ত করার কাজ আমি ও আমার টিমসহ সম্পূর্ণ করতে সক্ষম হয়েছি।

আরো পড়ুন

সর্বশেষ