শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

অভয়নগরে শিশু ধর্ষণ

আরো খবর

অভয়নগর প্রতিনিধি:অভয়নগরে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। আব্দুর রাজ্জাক গাজী ওরফে রমিন (১৬) নামে এক কিশোরের বিরুদ্ধে অভয়নগর থানায় মামলা হয়েছে। বৃহস্পতিবার (৮ জুন) দুপুরে শিশুুর বাবা বাদী হয়ে ধর্ষকের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। অভিযুক্ত ধর্ষক পলাতক রয়েছে বলে জানা গেছে।
বুধবার (৭ জুন) দুপুরে উপজেলার শুভরাড়া ইউনিয়নের হিদিয়া গ্রামে গাজী বাড়ী এলাকায় তরিকুল মোল্যার পরিত্যাক্ত মুরগির খামারে এ ধর্ষণের ঘটনা ঘটে। পলাতক আব্দুর রাজ্জাক গাজী ওরফে রমিন,হিদিয়া গ্রামের আনোয়ার গাজীর ছেলে।
মামলার বাদি জানান,তার মেয়ে স্থানীয় একটি মাদরাসার শিশুুশ্রেণিত লেখাপড়া করে। বুধবার দুপুরে বাড়ির পাশে তিন বন্ধুর সঙ্গে তার মেয়ে লুকাচুরি খেলা করছিল। এ সময় কিশোর রমিন সুকৌশলে তার মেয়েকে তরিকুল মোল্যার পরিত্যাক্ত মুরগির খামারে নিয়ে যায়। সেখানে মুরগির খাবার রাখার ঘরে নিয়ে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। মেয়ের বন্ধুরা ধর্ষণের ঘটনা দেখে ফেললে রমিন তাদের ভয়ভীতি দখিয়ে পালিয় যায়।শিশুুটির বন্ধুরা বাড়ি ফিরে সবকিছু জানালে ওই দিন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
বৃহস্পতিবার দুপুরে মেয়ে ও প্রত্যক্ষদর্শী তার এক বন্ধুকে সঙ্গে নিয়ে রমিনের বিরুদ্ধে অভয়নগর থানায় ধর্ষণ মামলা দায়ের করা হয়। এ ব্যাপারে অভিযুক্ত রমিনের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হলে তারা কোনা কথা বলতে রাজি হয়নি।
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মেহেদী মাসুদ জানান,আব্দুর রাজ্জাক গাজী ওরফে রমিন নামে এক কিশোরের বিরুদ্ধে ধর্ষণ মামলা হয়েছে। তাকে গ্রেপ্তারের জন্য পুলিশি অভিযান অব্যাহত রেয়েছে।ডাক্তারি পরীক্ষার জন্য শিশুটিকে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

আরো পড়ুন

সর্বশেষ