রবিবার, ১৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৯শে রজব, ১৪৪৭ হিজরি

অভয়নগরে ৩ মাদক কারবারি আটক 

আরো খবর

অভয়নগর  প্রতিনিধি
যশোরের অভয়নগরে ৩ মাদক ব্যবসায়ীকে ফেন্সিডিল ও গাঁজাসহ আটক করা হয়েছে । গতকাল শনিবার দুপুরে উপজেলা বুইকারা ড্রাইভারপাড়া থেকে তাদেরকে আটক করা হয়। আর্মড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন) তাদেরকে আটক করে থানা নিয়ে আসে। তারা হলেন, মোহাম্মদ আলী ওরফে মোহাম্মদ (২৬) ও ওহিদুল ইসলাম (৩২) উভয়ের পিতা মৃত নুর ইসলাম। উপজেলার ড্রাইভারপাড়া এলাকায় থেকে তাদের নতুন ও পুরাতন বাড়িতে অভিযান চালিয়ে ৪ বোতল ফেন্সিডিলসহ দু’ ভাইকে আটক করা হয়। অন্য দিকে গাঁজাসহ জাহাঙ্গীর নামক এক ব্যক্তিকে আটক করে আর্মড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন)। তাকে থানা হেফাজাতে রাখা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হবে বলে জানান। এ বিষয়ে আর্মড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন) ইনস্পেক্টর বাবুল আক্তার বলেন, আসামি আটকের বিষয়ে নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি ড্রাইভারপাড়া এলাকার চিহ্নিত মাদক কারবারি মোহাম্মদ তার নিজ বাসভবনে মাদক বিক্রি করছে। এমন সংবাদ পেয়ে তাদের নতুন ও পুরাতন বাড়ি অভিযান চালিয়ে ৪ বোতল ফেন্সিডিলসহ মোহাম্মদ ও তার বড় ভাই ওহিদুল ইসলামকে আটক করি। অন্য দিকে গাঁজাসহ জাহাঙ্গীর নামক এক ব্যক্তিকে আটক করা হয়। এ ব্যপারে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মিলন কুমার মন্ডল বলনে, মাদকসহ ৩ ব্যক্তিকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন) । এ রির্পোট লেখা পর্যন্ত মামলাটি প্রক্রিয়াধীন ছিল।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ