শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

অভয়নগর ও বাঘারপাড়ায় নৌকার মাঝির পথসভা

আরো খবর

অভয়নগর  প্রতিনিধি:যশোর-৪ আসনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী এনামুল হক বাবুলকে বিজয়ী করার লক্ষ্যে বাঘাপাড়ায় দোহাকুলা আওয়ামীলীগের কর্মী সভা সমাবেশ অনুষ্টিত হয়েছে।
উপজেলার দোহাকুলা ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে বুধবার  (২৭ ডিসেম্বর) বিকালে বহরমপুর সরকারি প্রাথমিক  বিদ্যালয় মাঠে এ  সভাবেশ অনুষ্ঠিত হয়। এক পর্যায়ে কর্মীসভা জনসভায় পরিনত হয়। নৌকার স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে কর্মীসভা।
দোহাকুলা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি অরুন কুমার অধিকারী  সভাপতিত্বে বক্তব্য রাখেন যশোর ৪ আসনের নৌকার প্রার্থী এনামুল হক বাবুল,বাঘারপাড়া উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হাসান আলী, যশোর জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার বিপুল ফারাজী, বাঘারপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ভিক্টোরিয়া পারভীন সাথী,ভাইস চেয়ারম্যান আব্দুর রউফ মোল্লা,  যশোর জেলা পরিষদের সদস্য সাইফুজ্জান চৌধুরি ভোলা,বাঘারপাড়া পৌরসভার মেয়র কামরুজ্জামান বাচ্চু,বিশিষ্ট চিকিৎসক ডা.নিকুঞ্জ বিহারী গোলদার,
আওয়ামীলীগ নেতা জাহাঙ্গির আলম, হাসানুজ্জামান কাজল, সৈয়দ কবির হোসেন জনি,সাবেক ইউপি চেয়ারম্যান দিলু পাটোয়ারি, ইউপি চেয়ারম্যান আবু মোতালেব তরফদার,  কেন্দ্রীয় যুবলীগের সদস্য আব্দুল্লাহ রানা, বাঘারপাড়া ছাত্রলীগের সভাপতি বাইজিদ হোসেন প্রমুখ। কর্মী সভা সঞ্চালনা করেন বাঘারপাড়া আওয়ামী লীগ নেতা গোলাম সারোয়ার।
নৌকার প্রার্থী এনামুল হক বাবুল বলেন, নৌকায় ভোট দিলে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাকে ভোট দেয়া হয়। আগামী ৭ জানুয়ারি দল-মত নির্বিশেষে  উন্নয়নের প্রতীক নৌকা  মার্কায় ভোট দেয়ার আহ্বান জানান তিনি।এদিন সকালে নওয়াপাড়া পৌরসভার ২ নং ও ৪ নং ওয়ার্ডের বিভিন্ন স্থানে পথসভা ও গণসংযোগ করেন তিনি।

আরো পড়ুন

সর্বশেষ