প্রেমবাগ (অভয়নগর) প্রতিনিধি:‘স্মার্ট লাইভস্টক,স্মার্ট বাংলাদশ এই শ্লোগানে যশোরের অভয়নগর প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প প্রাণিসম্পদ অধিদপ্তর,মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সহযাগিতায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভটরিনারি হাসপাতালের বাস্তবায়ন এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজলা প্রাণিসম্পদ দপ্তর ও ভটরিনারি হাসপাতাল প্রাঙ্গণ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মেজবাহ উদ্দীনর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজপলা আওয়ামী লীগর সিনিয়র সহ-সভাপতি শাহ্ ফরিদ জাহাঙ্গীর। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মিনারা পারভীন, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক,ইউপি চেয়ারম্যান সানা আব্দুল মানান,উপজলা যুবউন্নয়ন কর্মকর্তা আঞ্জুমনায়ারা,নওয়াপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার টিটব সিকদার। স্বাগত বক্তব্য রাখেন, উপজপলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.আবুজার সিদ্দিকী।
প্রাণিসম্পদ কর্মকর্তা জানান,দিন ব্যাপী প্রদর্শনীত ৪৪টি স্টল রয়েছে। এছাড়া প্রাণিসম্পদ ডইরি উন্নয়ন প্রকল্প সারাদেশে ৫ হাজার ৫০০টি প্রডিউসার গ্রুপের মাধ্যমে ৫ লাখ ৯৭ হাজার ২৪৯ জন খামারীক বিভিন্ন সুবিধা এবং ৩৬৪টি মোবাইল ভটরিনারি প্রদান করছেন।

