শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

অভিমত: সমন্বয়ের অভাবে যশোরের জলাবদ্ধতার চ্যালেঞ্জ বারবার ব্যর্থ হচ্ছে’

আরো খবর

বিশেষ প্রতিনিধি
সরকারি,বেসরকারি ও আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার একাধিক উদ্যোগ থাকা সত্ত্বেও যশোরের জলাবদ্ধতা ও পানি সম্পদ ব্যবস্থাপনা বারবার ব্যর্থ হচ্ছে এমন মন্তব্য করেছেন বক্তারা। তাদের মতে, পরিকল্পনা ও বাস্তবায়নে সমন্বয়ের অভাবই এই ব্যর্থতার মূল কারণ।

 

বক্তারা বলেন,কোটি কোটি টাকার প্রকল্প হাতে নেওয়া হলেও পারস্পরিক যোগাযোগ ও সমন্বয়ের ঘাটতির কারণে কাঙ্ক্ষিত ফলাফল মিলছে না। স্থানীয় জনগণের অংশগ্রহণ ও সরকারি-বেসরকারি উদ্যোগের মধ্যে কার্যকর সমন্বয় ঘটাতে পারলে দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধান সম্ভব বলে তারা মত দেন।

 

বৃহস্পতিবার বেলা ১১টায় যশোরের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভার আয়োজন করে নেদারল্যান্ডভিত্তিক উন্নয়ন সংস্থা সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়া ও জাগরণী চক্র ফাউন্ডেশন।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলাম।

 

 

অন্যদের মধ্যে বক্তব্য দেন সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়ার সিনিয়র প্রোগ্রাম অফিসার কৃষিবিদ ড. এস এম ফেরদৌস, ম্যানেজার কৃষিবিদ ড. নাজমুন নাহার,পানি উন্নয়ন বোর্ড ও জেলা মৎস্য অফিসের কর্মকর্তারা এবং বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ।

 

সংস্থাদ্বয়ের উদ্যোগে যশোর অঞ্চলে চলমান খাল সংস্কার কার্যক্রম সম্পর্কে জেলা সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের অবহিত করতেই এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

আরো পড়ুন

সর্বশেষ