অভয়নগর প্রতিনিধি:যশোরের অভয়নগরে আইসিটি বিষয়ক প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠান অভ্র আইটিকে প্রজেক্টর প্রদান করেছেন অভয়নগর নির্বাচনী এলাকার নৌকা প্রতিকের মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সম্পাদক ও জেলা আওয়ামী লীগের সদস্য ইঞ্জিনিয়ার আরশাদ পারভেজ। গতকাল রোববার বিকালে নওয়াপাড়া মডেল স্কুল সংলগ্ন সুবর্ন কুঠিরের অফিসে এ প্রজেক্টর হস্তান্তর করেন ইঞ্জিনিয়ার আরশাদ পারভেজ এর সহধর্মিনী দিলরুবা পারভেজ।
আইসিটি টিচার্স অ্যাসোসিয়েশনের সভাপতি শামিম আক্তার শিমুলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন দিলরুবা পারভেজ। তিনি তার বক্তব্যে বলেন, বঙ্গবন্ধু তনয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন স্মার্ট বাংলাদেশ গড়তে সকলকে এগিয়ে আসার আহবান জানান। তথ্য ও প্রযুক্তি খাতে বর্তমান সরকারের বিভিন্ন পদক্ষেপের চিত্র তুলে ধরেন।
এসময় উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার শহীদুল ইসলাম, মহাকাল দাখিল মাদ্রাসার শিক্ষক আমিনুর রহমান, চলিশিয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক রুহুল আমিন, কিশোর সরকার প্রমুখ।

