নিজস্ব প্রতিবেদক:যশোরের অভয়নগরের চলিশিয়া ও পায়রা ইউনিয়নসহ নওয়াপাড়া পৌর এলাকায় গণসংযোগ করেছেন, যশোর-৪ নির্বাচনী এলাকার দলীয় মনোনয়ন প্রত্যাশী, জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার বিপুল ফারাজী।
জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বৃহস্পতিবার (২৪ আগস্ট) সরকারের উন্নয়ন কার্যক্রম প্রচারের লক্ষ্যে গণসংযোগ ও দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন তিনি।
এদিন সকালে নওয়াপাড়া পৌর এলাকায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের সাথে মতবিনিময় করেন।
দুপুর ১২ টা থেকে সন্ধ্যা পর্যন্ত পায়রা ইউনিয়নের পায়রা বাজার, বাগদা বাজার, চলিশিয়া ইউনিয়নের চলিশিয়া বাজার, চলিশিয়া বটতলা, আন্দা বাজার, দাসপাড়া বাজার, ডুমুরতলা বাজারসহ আশপাশের বিভিন্ন স্থানে গণসংযোগ ও দলীয় নেতাকর্মী-সমর্থকদের সাথে মতবিনিময় করেন ইঞ্জিনিয়ার বিপুল ফারাজী।
এসময় চলিশিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি
সভাপতি মশিয়ার রহমান, সাধারণ সম্পাদক আতিয়ার রহমান, ইউপি চেয়ারম্যান সানা আব্দুল মান্নানসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়া সফরসঙ্গী হিসেবে তার সাথে ছিলেন, বাঘারপাড়া উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সহকারী অধ্যাপক নজরুল ইসলাম, সাবেক ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক শেখ ইউনুছ আলী, বাঘারপাড়া পৌর আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক ফয়সাল আহমেদ মিল্টন, বাঘারপাড়া উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের উপদেষ্টা সুলতান মাহমুদ, বাঘারপাড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম আহবায়ক শেখ পলাশ, বাঘারপাড়ার দোহাকুলা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ফিরোজ হাসান প্রমুখ।

