অভয়নগর প্রতিনিধি: মরহুম আবু কাজেম সাহেবের ১৪ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে যশোরের অভয়নগরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।গতকার বুধবার রাতে নওয়াপাড়া পীরবাড়ি মাদ্রাসা প্রাঙ্গনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে মরহুম আবু কাজেম সাহেবের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
ৎযশোর জেলা আওয়ামীলীগের সদস্য ও সাবেক ছাত্রলীগের কেন্দ্রিয় সহ সম্পাদক ইঞ্জিনিয়ার আরশাদ পারভেজ এর আয়োজনে এসময় উপস্থিত ছিলেন, নওয়াপাড়া পীর সাহেব খাজা রফিকুজ্জামান, অভয়নগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ্ ফরিদ জাহাঙ্গীর,অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম আবু নওশাদ, সহকারী কমিশনার (ভূমি) থান্দার কামরুজ্জামান ,অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মেহেদী মাসুদ,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরদার অলিয়ার রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়া দোয়া মাহফিলে আবু কাজেম সাহেবের সহকর্মী ও শুভাকাঙিক্ষরা অংশ নেন।

