অভয়নগর প্রতিনিধি
অভয়নগরে ১ নং পৌর ওয়ার্ড আ’লীগ সভাপতি আলী হায়দারের বাড়ীতে ভাংচুর ও হামলার ঘটনায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকালে পৌরসভার আলীপুর নামকস্থানে ১ নং পৌর ওয়ার্ড আ’লীগের আয়োজনে এ সমাবেশের আয়োজন করা হয়। ওয়ার্ড আ’লীগের সিনিয়র সহ সভাপতি জোতিন্দ্রনাথ মল্লিকের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক সরদার অলিয়ার রহমান, নওয়াপাড়া পৌর আ’লীগের সাধারণ সম্পাদক শেখ আব্দুল ওয়াদুদ, নওয়াপাড়া ইনস্টিটিউট সাধারণ সম্পাদক ফারুক হোসেন, যশোর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান লাইলা খাতুন, পৌর আ’লীগের নেতা গাজী রুহল আমিন, পৌর যুব মহিলালীগ নেত্রী আরেফা সুলতানা মিতা, প্রেমবাগ ্ইউনিয়ন আ’লীগ সভাপতি সরদার বাবুল আক্তার, সাধারণ সম্পাদক শেখ রবিউল ইসলাম মিলন, সিনিয়র সহ সভাপতি সৈয়দ মনোয়ার হোসেন, সাবেক সাধারণ সম্পাদক সরদার আনোয়ার হোসেন, ১ নং পৌর ওয়ার্ড আ’লীগের সভাপতি আলী হায়দার ,সাধারণ সম্পাদক আব্দুল গফফার বিশ্বাস, ওয়ার্ড আ’লীগ নেতা শফিকামাল, উজ্জল কুন্ডু, আবুল হোসেন, ছাত্রলীগনেতা কামরুজ্জামান মিলন প্রমূখ। সমাবেশ পরিচালনা করেন বাংলাদেশ পৌর সার্ভিস এ্যাসোসিয়েশনের আইন বিষয়ক সম্পাদক সাবেক ছাত্র নেতা মোজাফফার হোসেন। বক্তরা বলেন, আলী হায়দারের বাড়ীতে ভাংচুর ও হামলার ঘটনা যারা ঘটিয়েছে তাদেরকে দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান। উল্লেখ্য, গত ১৫ ডিসেম্বর দুপুরে ঘাট দখলকে কেন্দ্র করে ১ নং পৌর ওয়ার্ড আ’লীগ সভাপতি আলী হায়দারের বাড়ীতে ভাংচুর ও হামলার ঘটনা ঘটায় দূবৃর্ত্তরা ।
অভয়নগরে আ’লীগ নেতার বাড়িতে হামলার ঘটনায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

