শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

অভয়নগরে এতিমখানার নব নির্মিত ভবন উদ্বোধন

আরো খবর

অভয়নগর (প্রেমবাগ) প্রতিনিধি।

যশোরের অভয়নগর উপজেলার প্রেমবাগে এরশাদ এতিমখানার নবনির্মিত চারতলা ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার সকালে উদ্বোধনি অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এতিমখানার সভাপতি ও অনুষ্ঠানের সভাপতি সৈয়দ মাহবুব হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এতিমখানার সাধারণ সম্পাদক মোল্ল্যা সাঈদ আলম বাচ্চু। এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নবিরুল ইসলাম বুলবুল।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সুভাষ চন্দ্র বিশ্বাস,অর্থদানকারী শাহিনুর কবির।
 প্রবাসী  জমি দাতা মোশারফ হোসেন, মোঃ সোবহান মোল্ল্যা, মোঃ আহসান সহ আরো অনেকে। অনুষ্ঠানের শুরুতে, উদ্বোধনী বক্তব্য রাখেন প্রফেসর মুজিবুর রহমান শাওন।এছাড়া  উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন  আওয়ামী লীগ নেতা সৈয়দ কামরুজ্জামান,শিক্ষক মাহবুব হোসেন, মালোপাড়া ক্যাম্পের ইনচার্জ মোঃ ওহিদুল ইসলাম,নওয়াপাড়া প্রেসক্লাবের উপদেষ্টা সুনীল দাস, সদস্য  জাকির হোসেন হৃদয়,  মতিন গাজী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। জানা যায়, ১কোটি ২৮ লক্ষ টাকা ব্যায়ে এতিমদের থাকার জন্য এ ভবনটি নির্মান করা হয়েছে বলে জানান বক্তারা।

আরো পড়ুন

সর্বশেষ