অভয়নগর প্রতিনিধি
যশোরের অভয়নগর উপজেলা এনজিও সমন্বয় কমিটির অক্টোবর মাসের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দুপুর ১২ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মেজবাহ উদ্দীন এর সভাপতিত্বে উপজেলা পরিষদ দরবার হলে অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন,নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রাজ কুমার পাল, উপজেলা সমাজসেবা বিষয়ক কর্মকর্তা এ এফ এম ওয়াহিদুজ্জামান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আনজু মনোয়ারা, অভয়নগর উপজেলা আওয়ামী লীগ সভানেত্রী সাফিয়া খানম ও এনজিও প্রতিনিধিবৃন্দ ও কমিটির সম্মানীত সদস্যগণ এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

