শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

অভয়নগরে ওয়াকওয়ে’র অবৈধ স্থাপনা উচ্ছেদ 

আরো খবর

অভয়নগর প্রতিনিধি:যশোরের অভয়নগরে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে নওয়াপাড়া পৌর প্রশাসন। সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত চলমান উচ্ছেদ অভিযানে ভ্রাম্যমান আদালতের নেতৃত্ব দেন নওয়াপাড়া পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) থান্দার কামরুজ্জামান । এসময় ভৈরব নদীর পাড়ের ওয়াকওয়েতে সৌন্দর্য ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে স্থায়ী ও অস্থায়ী ভাবে গড়ে ওঠা দোকানপাট ভেঙ্গে অন্যত্র সরিয়ে দেওয়া হয়।

জানা যায়, নওয়াপাড়া মাছ বাজার থেকে শুরু করে নওয়াপাড়া ফেরিঘাট পর্যন্ত ভৈরব নদীর পাড়ে মরহুম ডা. আলী আনোয়ার ওয়াকওয়ে রয়েছে । এই ওয়াকওয়েতে এলোমেলো ভাবে ক্ষুদ্র ব্যবসায়ীরা চৌকি, বস্তা পলিথিন দিয়ে খাবার হোটেল, পানের দোকান এবং অস্থায়ী ব্যবসা ও ভাসমান ভাবে বসবাস করে আসছিল।সৌন্দর্য বাড়ানোসহ জনগন যাতে ওয়াকওয়েতে নির্বিঘেœ চলাচল করতে পারেন এজন্য এমন উদ্যোগ নেয়া হয়েছে বলে জানানো হয় নওয়াপাড়া পৌর প্রশাসনের পক্ষ থেকে।
অভিযান চলাকালে উপস্থিত ছিলেন, পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী (বি:) কাজী আজাদ হোসেন, সমাজ উন্নয়ন কর্মকর্তা রাজিবুর রহমান, কঞ্জারভেন্সী ইন্সপেক্টর সেলিম মল্লিক, সার্ভেয়ার আলী আকরাম হাওলাদারসহ অভয়নগর থানা পুলিশ, সাংবাদিক, ব্যবসায়ী ও শ্রমিকবৃন্দ।
এ ব্যাপারে নওয়াপাড়া পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) থান্দার কামরুজ্জামান বলেন, ‘জরিমানা ছাড়াই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযান চলাকালে অসংখ্য অবৈধ স্থাপনা ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। আগামী সাত দিনের মধ্যে দিন-রাত নির্বিঘেœ চলাচলের জন্য সড়ক বাতি সংস্কারে ব্যবস্থা করা হচ্ছে। ওয়াকওয়ে রক্ষায় সকলের সহযোগিতা প্রয়োজন। অন্যথায় অবৈধ স্থাপনাকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযানের পাশাপাশি জেল-জরিমানা করা হবে। পৌরসভার পক্ষ থেকে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।’

 

আরো পড়ুন

সর্বশেষ