অভয়নগর (শুভরাড়া) প্রতিনিধি::
অভয়নগরে শুকপাড়া চাঁদের বিলে নওশের আলী নামে এক কৃষকের ক্ষেতের লাউ এবং করোলা উচ্ছের মাচার সব গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার সকাল ৯টার সময় উপজেলার শুভরাড়া ইউনিয়নের শুকপাড়া গ্রামে ঘটনাটি ঘটে। এবিষয়ে উপজেলার বাশুয়াড়ী পুলিশ ক্যাম্পে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, উপজেলার শুভরাড়া ইউনিয়নের শুকপাড়া গ্রামের চাষি নওশের আলীর ক্ষেতের সব সবজি ফসল কে বা কারা কেটে বিছিয়ে দিয়েছে। ক্ষেতেই ঐ চাষির সাথে কথা হলে তিনি জানান, জমিটি আমি একই ইউনিয়নের হিদিয়া গ্রামের মোড়লপাড়ার মহর ফকিরের নিকট থেকে এক বছরের লিজ নিয়ে ধানের ফসল এবং সবজি ফসল করেছিলাম।লিজচুক্তি অনুযায়ী ৬ মন ধান গত সোমবারেই দিয়ে দিয়েছি। জমির মালিক তখন জমি ছেড়ে দেয়ার ব্যাপারে কিছুই বলেননি। তবে তার জামাই হিদিয়া গ্রামনিবাসি সাইফুল মোড়ল জানিয়েছিলো, ফসল তোলা শেষ হলে জমি ছেড়ে দিতে। কিন্তু ফসল তোলা এবং লিজের মেয়াদ শেষ হয়নি। এমন অবস্থায় শত্রুতা করে আমার ফসল কেটে লণ্ডভণ্ড করে দিয়ে প্রায় ১০ হাজার টাকার ক্ষতি করে দিলো। ঘটনার প্রত্যক্ষদর্শী শুকপাড়া গ্রামের সিফাত শেখ জানায়, সে ঘাস কেটে ফিরছিলো ঐ সময় ফসল কাটতে দেখে জিজ্ঞাসা করেন যে কাকা কাটতিছো কেন। জবাবে মহর ফকির বলে, আমি জমি আর দেবোনা ফসলও কেটে দিলাম। তুই নওশেরকে খবর দে যদি কিছু করতে পারে করবে। সিফাত জানায়, শুকপাড়ার আফজাল শেখ ও আরো দুইজন মহিলা ঘটনাটি দেখেছে। নওশের আলী আরো জানান, জমির মালিককে না পেয়ে তার গ্রামের গণ্যমান্য লোকজনদের ডেকে দেখালে তারা সুবিচার করতে অপারগতা জানালে তিনি বাধ্য হয়ে বাশুয়াড়ী পুলিশ ক্যাম্পে লিখিত অভিযোগ দিয়েছি। এব্যাপারে অভিযুক্ত ব্যক্তি মহর ফকিরের বাড়িতে গিয়ে খোজ নিলে তাকে পাওয়া যায়নি। এব্যাপারে বাশুয়াড়ী পুলিশ ফাঁড়ির দায়িত্বরত কর্মকর্তা রফিকুল ইসলাম মুঠোফোনে জানান, তিনি অভিযোগ পেয়েছেন এবং ঘটনাস্থল পরিদর্শন করে যথাযথ আইনি ব্যবস্থা নিবেন।
একাত্তর / কামাল

