শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

অভয়নগরে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা দোয়া মাহফিল

আরো খবর

অভয়নগর প্রতিনিধি:জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৮তম শাহাদাত বার্ষিকী ও ১৫ আগস্টে নিহত সকল শহীদের স্মরণে যশোরের অভয়নগরে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। উপজেলার শুভরাড়া ইউনিয়ন আওয়ামী লীগ ও সকল অঙ্গ সহযোগি সংগঠনের আয়োজনে গতকাল রবিবার বিকালে বাশুয়াড়ি দীঘিরপাড় মাদ্রাসা সংলগ্ন মাঠে এ আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাক বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব এনামুল হক বাবুল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক ও সাবেক পৌর চেয়ারম্যান সরদার অলিয়ার রহমান, সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ্ ফরিদ জাহাঙ্গীর, যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র সুশান্ত কুমার দাস শান্ত। অন্যান্যোর মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান তারু, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোল্যা আনোয়ার হোসেন, দপ্তর সম্পাদক গোলাম জহিরুল হক লিখন, কোষাধ্যক্ষ আনিসুর রহমান মিন্টু, মহিলা আওয়ামী লীগের সভাপতি সাফিয়া খানম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহিউদ্দীন খান মহির। আলোচনা সভা শেষে দোয়া অনুষ্ঠিত হয়। পরে তবারক বিতরণ করা হয়।

আরো পড়ুন

সর্বশেষ