অভয়নগর প্রতিনিধি
অভয়নগরে ট্রেনের ধাক্কায় ভারসাম্যহীন অজ্ঞাত যুবকের মুত্যু হয়েছে। শনিবার রাতে উপজেলার আলীপুর নামক স্থানে এই ঘটনাটি ঘটে। তবে নিহতের পরিচয় জানা যায়নি। স্থানীরা জানান, আলীপুর রেলক্রসিং এ বিকাল থেকে একজন ভারসাম্যহীন অজ্ঞাত যুবককে ঘুরাঘুরি করতে দেখা যায়। সে এ এলাকায় বেশ কয়েকদিন যাবত এসেছে। তার পরিচয় জানা যায়নি। কয়েকজন দোকানদারেরা বলেন, তিন থেকে চারদিন যাবত ওই অজ্ঞাত যুবককে বিভিন্ন লোকের কাছ থেকে খাবার চেয়ে খেতে দেখা যায়। বিকালে পর তাকে রেল লাইনের পাশে থাকতে দেখি। তাকে কয়েকজন যুবক ওই স্থান ত্যাগ করতে বলে। কিন্তু সে তাদের কথা শুনেনি। সন্ধ্যার পর যশোর থেকে ছেড়ে আসা খুলনাগামী রুপসা এক্সপ্রেসের ধাক্কায় সে মাটিতে লুটিয়ে পড়ে। তার মাথায় গুরুত্ব আঘাত পায়। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেয়ার প্রস্তুতি নিলে । ঘটনা স্থালে তার মুত্যু হয়। ঘটনার সংবাদটি নওয়াপাড়া ফায়ার সার্ভিস সিভিল কর্মিরা জানতে পেয়ে লাশ উদ্ধার করে। পরে যশোর জিআরপি পুলিশের কাছে ফায়ার সার্ভিস সিভিল কর্মিরা সংবাদ দেয়। জিআরপি পুলিশ ঘটনা স্থানে আসলে ফায়ার সার্ভিস সিভিল কর্মিরা লাশ হস্তান্তর করেন। জিআরপি পুলিশ জানায়, ট্রেনের ধাক্কায় ভারসাম্যহীন অজ্ঞাত যুবকের মুত্যু হয়েছে। লাশ পুলিশ হেফাজতে নেয়া হচ্ছে।
