শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

অভয়নগরে ‘তারুণ্যের কণ্ঠ’র সচেতনতামূলক অনুষ্ঠান

আরো খবর

অভয়নগর প্রতিনিধি:যশোরের অভয়নগরে বাল্যবিয়ে প্রতিরোধে তরুণদের অংশগ্রহণে ‘তারুণ্যের কণ্ঠ’ নামে সচেতনতামূলক অনুষ্ঠান শনিবার (১২ আগস্ট) সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ বেতারের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (অ: দা:) অনুপ দাশ।
বাংলাদেশ বেতারের উপস্থাপক সজীব দত্তের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নওয়াপাড়া প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক নওয়াপাড়ার বার্তা সম্পাদক সৈয়দ জাহিদ মাসুদ তাজ, বাংলাদেশ ফিজিক্যাল ক্রিকেট দলের খেলোয়াড় ইকবাল হোসেন। এছাড়া অনুষ্ঠানে অংশগ্রহণকারী নওয়াপাড়া শংকরপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, বালবিয়ে একটি অভিশাপ। বাল্যবিয়ে প্রতিরোধে সকলকে এক হয়ে সম্মিলিতভাবে কাজ করতে হবে। স্থানীয় পর্যায়ে প্রতিরোধ করা সম্ভব না হলে প্রশাসনের সহযোগিতা নিতে হবে।
বাংলাদেশ বেতারের উপস্থাপক সজীব দত্ত বলেন, তারুণ্যের কণ্ঠ অনুষ্ঠানটি গত ৮ বছর ধরে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আইইএম ইউনিটের আর্থিক সহযোগিতায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল বাংলাদেশ বেতার দেশব্যাপী এ আয়োজন করে চলেছে। পরিচালক মো. বশির উদ্দিনের নির্দেশনায় উপ-পরিচালক মো. আমিরুল ইসলামের তত্ত্বাবধানে ও সহকারী পরিচালক তোফাজ্জেল হোসেনের প্রযোজনায় আগামী ২৬ আগস্ট শনিবার রাত ৮টা ১০ মিনিটে বাংলাদেশ বেতার ঢাকা-ক ও এফএম ১০৬ মেগাহার্টজে অভয়নগরে অনুষ্ঠিত তারুণ্যের কণ্ঠ প্রচারিত হবে।

আরো পড়ুন

সর্বশেষ