প্রতিনিধি, অভয়নগর (যশোর) : যশোরের অভয়নগর উপজেলার ৮ টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত হয়েছে। রবিবার বিকালে আওয়ামী লীগের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নৌকার প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে।
অভয়নগরের ৮ ইউনিয়নে নৌকার মনোনয়ন প্রাপ্তরা হলেন- প্রেমবাগ ইউনিয়নে প্রভাষক মফিজউদ্দিন, সুন্দলী ইউনিয়নে বিকাশ রায় কপিল, চলিশিয়া ইউনিয়নে মশিউর রহমান, পায়রা ইউনিয়নে হাফিজুর রহমান বিশ্বাস, শ্রীধরপুর ইউনিয়নে অ্যাড নাসির উদ্দিন, বাঘুটিয়া
ইউনিয়নে অজুর্ন সেন, শুভরাড়া ইউনিয়নে ইদ্রিস আলী, সিদ্দিপাশা ইউনিয়নে খান এ কামাল।
আগামী ২৩ ডিসেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী, এদিন দেশের ৮৪০টি ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি নির্বাচন করতে ভোট নেওয়া হবে। প্রার্থীদের মনোনয়পত্র আগামী ২৫ নভেম্বরের মধ্যে। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ২৯ নভেম্বর। এরপর ৩০ নভেম্বর থেকে ২ ডিসেম্বর পর্যন্ত বাছাইয়ে বৈধ প্রার্থীরা মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন। তফসিলের তথ্য বলছে, প্রার্থিতা প্রত্যাহারের সময় শেষ হলে ৬ ডিসেম্বর প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে।
অভয়নগরে নৌকা পেলেন যারা

